ঠিক একমাস আগে ৩ জুলাই স্পেনে ছুটি কাটানোর সময় সড়ক দুর্ঘটনায় মারা যান লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়েগো জোতা ও ভাই আন্দ্রে সিলভা। পর্তুগালের পোর্তোতে দুই ভাইয়ের জন্ম হলেও শৈশব কেটেছে ছোট্ট শহর গন্দোমারে। দুজনই খেলছেন শহরটির ফুটবল ক্লাবের হয়ে। ক্লাবটি প্রয়াত দুই সাবেকের স্মরণে আসছে মৌসুমের নতুন জার্সিতে জোতা-আন্দ্রের ছবি যুক্ত করেছে।
গন্দোমার ফুটবল একাডেমির পাঠ চুকিয়ে ২০০৫ সালে ষোলো বছর বয়সে পাকোস ডে ফেরিইরার যুব দলে যোগ দিয়েছিলেন জোতা। ছোটো ভাই সিলভা একাডেমিতে কাটান ২০০৮ সাল থেকে ২০১১ অবধি। পরে পাড়ি জমান এফসি পোর্তোতে। ২০২২ সালে একাডেমি থেকে সম্মাননা পেয়েছিলেন জোতা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন জার্সির ছবি প্রকাশ করে ক্লাবটি লিখেছে, ‘এই মৌসুম গন্দোমার স্পোর্টস ক্লাব শুরু করবে খুবই ভারাক্রান্ত স্মৃতি ও আবেগ নিয়ে। আমাদের নতুন জার্সিতে প্রকাশ পেয়েছে খুব দ্রুতই আমাদের ছেড়ে চলে যাওয়া গন্দোমারের দুই সন্তানের প্রতিচ্ছবি।’
‘তারা চলে গেলেও ক্লাব ও আমাদের ফুটবলে আমৃত্যু স্থান করে নিয়েছে। ফুটবল আমাদের কাছে ভিন্ন অনুভূতি। এটা আমাদের পরিবার ও নিজস্ব সংস্কৃতির প্রতি প্রবল আবেগের জায়গা।’