মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ শুনানি আগামী ২৫ ফেব্রুয়ারি।
এই রিভিউ আবেদনটি আগামী মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের ১ নম্বর আইটেমে শুনানির জন্য আজ ম্যানসন করেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম। তবে ওই দিন ১ নম্বর আইটেমে আরেকটি বিষয় নির্ধারিত থাকায় মঙ্গলবার রিভিউ আবেদনটি ২ নম্বর আইটেমে শুনানির জন্য নির্ধারণ করেন জ্যেষ্ঠ বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরবর্তীতে আপিল বিভাগের রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আবেদন করেন এ টি এম আজহারুল ইসলাম। এখন সেই রিভিউ আবেদন শুনানি ও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।