জামায়াত আমীরের অসুস্থতার মধ্যে বক্তব্য শেষে সমাপ্ত সমাবেশ | চ্যানেল আই অনলাইন

জামায়াত আমীরের অসুস্থতার মধ্যে বক্তব্য শেষে সমাপ্ত সমাবেশ | চ্যানেল আই অনলাইন

জামায়াতে ইসলামীর অনুষ্ঠিত জাতীয় সমাবেশে প্রধান অথিতির বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে লুটিয়ে পড়েছিলেন জামায়াতের আমীর ড. শফিকুর রহমান। তবে এরপর কিছুটা সুস্থ হয়ে বক্তব্য চালিয়ে যান। বক্তব্য শেষে সমাপ্ত ঘোষণা করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত দলটির মহাসমাবেশ।

শনিবার (১৮ জুলাই) বিকাল ৫টা ২৫ মিনিটে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আমীরে জামায়াত অসুস্থ হয়ে পড়েন।

জানা গেছে, বর্তমানে তিনি সুস্থ আছেন। তবে কেন তিনি অসুস্থতা বোধ করেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মঞ্চে জানিয়েছেন, অতিরিক্ত গরমের কারণে আমীরে জামায়াত অসুস্থ হয়ে পড়তে পারেন।

Scroll to Top