জামায়াত আমিরের স্বাস্থ্যের খবর নিলেন রাষ্ট্রপতি – DesheBideshe

জামায়াত আমিরের স্বাস্থ্যের খবর নিলেন রাষ্ট্রপতি – DesheBideshe

জামায়াত আমিরের স্বাস্থ্যের খবর নিলেন রাষ্ট্রপতি – DesheBideshe

ঢাকা, ০৩ আগস্ট – বাইপাস সার্জারির পর হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খবর নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (৩ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির পক্ষ থেকে তার এপিএস মুহাম্মাদ সাগর হোসাইন ইউনাইটেড হাসপাতালে যান।

সাগর হোসাইনকে সেখানে রিসিভ করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ডা. শফিকুর রহমানের ছোট ভাই, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম।

এসময় রাষ্ট্রপতির এপিএস সাগর হোসাইন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আমির ডা. শফিকুর রহমানের চিকিৎসার খোঁজ নেওয়ায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাষ্ট্রপতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৩ আগস্ট ২০২৫



Scroll to Top