জামায়াতের আমিরের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক | চ্যানেল আই অনলাইন

জামায়াতের আমিরের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বৈঠক | চ্যানেল আই অনলাইন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বুধবার (১৯ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে জামায়াতের আমিরের নিজ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে তারা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াতের আমিরের সাথে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

Scroll to Top