জামায়াতের আমিরকে নিয়ে প্রেস সচিবের পোস্ট

জামায়াতের আমিরকে নিয়ে প্রেস সচিবের পোস্ট

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জামায়াতে ইসলামির আমিরকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি জামায়াত আমির ও দলটির শৃঙ্খলার প্রশংসা করেছেন।

জামায়াতের আমিরকে নিয়ে প্রেস সচিবের পোস্টজামায়াতের আমিরকে নিয়ে প্রেস সচিবের পোস্ট

শনিবার (২ আগস্ট) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে জামায়াত আমিরকে নিয়ে পোস্ট তিনি।

পোস্টে শফিকুল আলম লেখেন, ‘হার্ট সার্জারির পর বিশেষ করে শফিকুর রহমান ভাইকে নিয়ে ভাবছি এবং সালাত ও দোয়ায় তার জন্য প্রার্থনা করছি।’

তিনি আরও লেখেন, ‘অনিশ্চয়তায় ভরা এক সময়ে তার (শফিকুর রহমান) শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে অংশগ্রহণের মানসিকতা বিশেষভাবে চোখে পড়ার মতো। তার নেতৃত্বে জামায়াতের ভেতরে শৃঙ্খলা ও সততার যে সুনাম গড়ে উঠেছে, তা সব রাজনৈতিক দলের জন্যই অনুসরণযোগ্য উদাহরণ।’

নিবন্ধনের শর্ত পূরণে এনসিপিসহ ১৪৪ দলকে দেওয়া সময় শেষ হচ্ছে রবিবার

সবশেষ প্রেস সচিব লেখেন, ‘তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন- এই প্রার্থনাই করছি। তার জন্য শান্তি ও মানসিক শক্তি কামনা করছি। ইনশাআল্লাহ।’

Scroll to Top