জানা গেল হুলুতে নুহাশের কনটেন্টের নাম

জানা গেল হুলুতে নুহাশের কনটেন্টের নাম

এর আগে ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করেছেন এ নির্মাতা। এ কনটেন্টে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও মোস্তফা মন্ওয়ার। কনটেন্টের গল্প নিয়েও খানিকটা ধারণা দিলেন নুহাশ, ‘গুলশান, বনানী এলাকায় কিছু বাসা শুধু বিদেশিদের থাকার জন্য ভাড়া দেওয়া হয়, দেশিরা গেলে ভাড়া পান না। এই বিষয় নিয়েই কনটেন্টটি নির্মাণ করেছি।’ তবে বাংলাদেশে হুলুর আনুষ্ঠানিক কার্যক্রম না থাকায় এ দেশ থেকে কনটেন্টটি দেখার সুযোগ নেই।

Scroll to Top