জানসেনের ৭ উইকেট, ‘সর্বনিম্ন’ রানে অলআউট শ্রীলঙ্কা | চ্যানেল আই অনলাইন

জানসেনের ৭ উইকেট, ‘সর্বনিম্ন’ রানে অলআউট শ্রীলঙ্কা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ডারবানে সাউথ আফ্রিকা বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। মার্কো জানসেনের আগুনঝরা বোলিংয়ে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানে গুটিয়ে গেছে অতিথি দলটি।

সিরিজের প্রথম টেস্টে টসে জিতে সাউথ আফ্রিকাকে আগে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। সফরকারী বোলাররা প্রোটিয়াদের ১৯১ রানে গুটিয়ে দেয়। জবাবে নেমে ধস নামে লঙ্কান ইনিংসে। ১৩.৫ ওভারে ৪২ রানে অলআউট হয় ধনঞ্জয়া ডি সিলভার দল। টেস্টে লঙ্কানদের সর্বনিম্ন রানের ইনিংসে এটি। আগের সর্বনিম্ন রান ছিল ৭১, ১৯৯৪ সালে ক্যান্ডিতে পাকিস্তানের বিপক্ষে।

পাশাপাশি সাউথ আফ্রিকার বিপক্ষেও কোনো দলের সর্বনিম্ন এটি। ২০১৩ সালে কেপটাউনে নিউজিল্যান্ডকে ৪৫ রানে গুটিয়ে দিয়েছিল প্রোটিয়ারা। বলের দিক থেকে শ্রীলঙ্কার ইনিংসটি টেস্ট ইতিহাসে দ্বিতীয় সংক্ষিপ্ত। সবচেয়ে কম বলে অলআউট হয়েছিল সাউথ আফ্রিকা। ১৯২৪ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ১২.৫ ওভারে ৩০ রানে অলআউট হয়েছিল প্রোটিয়া দলটি। অবশ্য সবচেয়ে কম রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ২৭ ওভার ব্যাট করে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল কিউইবাহিনী।

প্রথমদিনে খেলা হয় কেবল ২০.৪ ওভার। ৪ উইকেটে ৮০ রানে দ্বিতীয় দিন শুরু করে মধাহ্ন বিরতির কিছু আগে ১৯১ রানে থামে সাউথ আফ্রিকা। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ৭০ রান করেন।

GOVT

লঙ্কানদের হয়ে আসিথা ফের্নান্দো ও লাহিরু কুমারা তিনটি করে উইকেট নেন। বিশ্ব ফের্নান্দো ও প্রবাধ জয়সুরিয়া নেন দুটি করে উইকেট।

জবাবে নেমে লঙ্কানদের হয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছান কেবল দুজন- কামিন্দু মেন্ডিস (১৩) এবং লাহিরু কুমারা (১০*)। ৭ রান করেন ধনঞ্জয়া। শূন্য রানে আউট হয়েছেন পাঁচ ব্যাটার। ৩ রানের মধ্যেই গুটিয়েছেন বাকি তিন ব্যাটার।

জানসেন ৬.৫ ওভারে ১৩ রান খরচায় ৭ উইকেট নেন, প্রোটিয়া পেসারের ক্যারিয়ারসেরা বোলিং এটি। জেরাল্ড কোয়েটজি নেন দুই উইকেট।

Chokroanimation

Scroll to Top