জাদেজার মহাকাব্যিক ইনিংসের পরও ভারতের হার, এগিয়ে গেল ইংল্যান্ড | চ্যানেল আই অনলাইন

জাদেজার মহাকাব্যিক ইনিংসের পরও ভারতের হার, এগিয়ে গেল ইংল্যান্ড | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকাল সিরিজের তৃতীয় ম্যাচ ভারতকে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। এ ম্যাচে নতুন অধিনায়ক শুভমন গিলের দল হেরেছে ২২ রানে। দুই ইনিংসের একটিতে সেঞ্চুরিসহ দারুণ ব্যাট করে ম্যাচসেরা হয়েছেন জো রুট। ম্যাচে ২১১ ক্যাচ ধরে রাহুল দ্রাবিড়কে পার করে ক্যাচের নতুন রেকর্ড গড়েছেন রুট।

ভারতের এ হার তীরে এসে তরী ডুবানোর মত। ১১২ রানে ৮ উইকেট হারানোর পর দলকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন জাদেজা। রেড্ডির সাথে ৩০, বুমরাহর সাথে ৩৫ ও সিরাজের সাথে ২৩ রানের জুটি গড়ে জয় থেকে মাত্র ২৩ রান দূরে ভারত। তখন শোয়েব বশিরের বলে ডিফেন্ড করারও বল এসে স্টাম্পে লাগে, বেল পড়লেই জয়ের আনন্দে মাতোয়ারা হন ইংল্যান্ডের খেলোয়াড়েরা।

লর্ডসে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। প্রথম ইনিংসে ২৮৭ রান তুলে অলআউট হয় ইংলিশরা। জবাবে ভারতও প্রথম ইনিংসে ৩৮৭ রান তুলে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ইনিংসে বিপর্যয় ঘটে, বেন স্টোকসের দল অলআউট হয় ১৯২ রানে। ১৯৩ রানের জয়ের লক্ষ্যে নেমে বিপর্যয়ে পড়ে শুভমন গিলের দল। ভারত ১৭০ রানে অলআউট হলে ইংল্যান্ড জয় পায় ২২ রানে।

প্রথম ইনিংসে জো রুটের ৩৭তম সেঞ্চুরি, ব্রাইডন কার্সের ৫৬, জেমি স্মিথের ৫১ ও ওলি পোপের ৪৪ রানে ভর করে ৩৮৭ রানে থামে স্বাগতিক ইংল্যান্ড। ভারতের জাসপ্রিত বুমরাহ নেন ৫ উইকেট। এছাড়া মোহাম্মদ সিরাজ ও নীতিশ কুমার রেড্ডি ২টি করে উইকেট নেন।

ভারত প্রথম ইনিংসে জবাব দিতে নেমে থামে ওই ৩৮৭ রানে। লোকেশ রাহুলের সেঞ্চুরি, রিশভ পান্ট ৭৪ ও রবীন্দ্র জাদেজা ৭২ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডের ক্রিস ওকসের ৩টির পর জফরা আর্চার ও বেন স্টোকস নেন ২টি করে উইকেট।

সমানে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের কোনো ব্যাটারই ভালো স্কোর করতে পারেননি। সর্বোচ্চ ৪০ রান আসে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রুটের থেকে। স্টোকসের থেকে আসে ৩৩ রান, ২২ রান করেন ওপেনার জ্যাক ক্রোলি। ওয়াশিংটন সুন্দর নেন ৪ উইকেট। এছাড়া বুমরাহ ও সিরাজ নেন ২টি করে উইকেট।

১৯৩ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতও পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ইনিংস কামড়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন জাদেজা। তাকে দীর্ঘ সময় সঙ্গ দেন বুমরাহ ও সিরাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন রাহুল। আর্চার ও স্টোকস ৩টি করে উইকেট নেন, ২টি উইকেট নেন কার্স। এ জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

Scroll to Top