Last Updated:
নেতাজি ইন্ডোরে আয়োজিত প্রতিযোগিতায় ভারতের পাশাপাশি নেপাল, ভুটান, মালয়েশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশের প্রতিযোগীরাও অংশগ্রহণ করেছিলেন

জাতীয় স্তরে বাংলার মুখ উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের লালগোলার মাহির ইসলাম
লালগোলা, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: জাতীয় স্তরে উজ্জ্বল বাংলার মুখ। ক্যারাটেতে সোনা ও রূপোর পদক জিতলেন মুর্শিদাবাদের মাহির ইসলাম। লালগোলা জেমস ইংলিশ মিডিয়াম কনভেন্ট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সে। সুদূর লালগোলা থেকে নিজের এলাকার প্রতিনিধিত্ব করতে গত ২৬ জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মাহির। সেখানেই একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জেতেন। তিনি বাড়ি ফেরার পর থেকে খুশির হাওয়া পরিবার সহ গোটা স্কুলে।
নেতাজি ইন্ডোরে আয়োজিত সংশ্লিষ্ট প্রতিযোগিতায় ভারতের পাশাপাশি নেপাল, ভুটান, মালয়েশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশ থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। সেখানেই সবাইকে টেক্কা দিয়ে সোনা ও রূপো জিতে নেন মুর্শিদাবাদের খুদে।
জানা গিয়েছে, ছোট থেকেই আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ নিত মাহির। পরিবারের সদস্যরা বলেন, বর্তমান সময়ে আমরা সবাই মোবাইলে আসক্ত হয়ে পড়ছি, শিশুরাও ব্যতিক্রম নয়। এর ফলে অনেক সময় বাচ্চারা ঠিকমতো ফিজিক্যালি ডেভেলপ করছে না, মেন্টালি ডিপ্রেস হয়ে পড়ছে। এছাড়া আরও নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তবে শিশুরা যদি ক্যারাটে, মার্শাল আর্ট বা অন্য কোনও খেলার সঙ্গে যুক্ত থাকে তাহলে তাঁদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ার পাশাপাশি তাঁদের কাছে একটি টার্গেট থাকে। পাশাপাশি এটি আত্মরক্ষারও জন্যেও খুব ভাল।
অন্যদিকে মাহির পদক জিতে বাড়ি ফেরার পর জেমস ইংলিশ মিডিয়াম কনভেন্ট স্কুলের পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা জানানো হয়েছে। সেই সঙ্গেই আগামীদিনে ছাত্র-ছাত্রীদের ক্যরাটের প্রতি আকর্ষণ গড়ে তোলা হয়। বর্তমান সমাজে আত্মরক্ষার জন্য ক্যারাটে কতখাকি গুরুত্বপূর্ণ, সেটাও বোঝানো হয় পড়ুয়াদের।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 07, 2025 1:51 PM IST