৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা হয়েছে ১ আগস্ট, শুক্রবার। ২০২৩ সালের চলচ্চিত্রগুলোর মধ্যে থেকে সেরা শিল্পীদের বেছে নেওয়া হয় এই আয়োজনে। সেরা অভিনেতার সম্মান পেয়েছেন বিক্রান্ত মাসে, তাঁর অভিনীত ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়, তাঁর অসাধারণ অভিনয়ের জন্য ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে।
জীবনের প্রথম জাতীয় পুরস্কার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে বিক্রান্ত বলেন, “স্বপ্ন সত্যি হলো। ২০ বছর বয়সে আমি যে স্বপ্ন দেখেছিলাম, আজ তা পূরণ হলো। আমি কৃতজ্ঞ দর্শকদের কাছে, যারা আমার কাজকে এত ভালোবাসা দিয়েছেন।”
তিনি আরও বলেন, “এই পুরস্কার আমি সমাজের সেই সমস্ত মানুষের প্রতি উৎসর্গ করছি, যাঁরা প্রতিনিয়ত অবহেলিত হয়ে, কঠিন আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে লড়াই করছেন।”
বিক্রান্ত তাঁর বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়এনএফডিসি, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচারক মণ্ডলী এবং ছবির পরিচালক বিধু বিনোদ চোপড়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অন্যদিকে, রানি মুখোপাধ্যায়ও তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেন।
তিনি এই পুরস্কার উৎসর্গ করেছেন পৃথিবীর সব মায়ের প্রতি।
রানি বলেন, “একজন মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসা কিংবা তার জন্য যে রকম হিংস্র হয়ে উঠতে পারে— সেটা মাপার কোনো উপায় নেই। এই ছবির গল্প শুধু ভারতের নয়, পুরো বিশ্বের হৃদয় নাড়িয়ে দিয়েছিল। একজন প্রবাসী ভারতীয় মা তার সন্তানের জন্য যে লড়াই করেছেন, তা আমাকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। পরবর্তীতে আমি নিজে মা হওয়ার পর, সেই অনুভূতি আরও গভীরভাবে উপলব্ধি করি।”