ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল ১৪ দলের শরিকরা। তাদেরই একটি শরিক দল জাতীয় পার্টি। তাদের আষ্ফালন আজ দেখা যাচ্ছে। তাই অনতিবিলম্বে জাতীয় পার্টির কার্যক্রমেও নিষেধাজ্ঞা দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাই।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে গণ অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবির কথা জানান তিনি।
কেবল জাতীয় পার্টিই নয়, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টিসহ জড়িতদের নির্বাচনের আগেই তাদের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দাবি করেন নূর।
তিনি বলেন, অন্তবর্তী সরকার ফ্যাসিবাদের বিচারের ক্ষেত্রে অগ্রগতি করতে পারেনি। ফ্যাসিবাদকে নিষিদ্ধ করলেও ফ্যাসিবাদের দোসরদের আষ্ফালন এখনও দেখা যায়।
নুরুল হক নূর বলেন, সরকারের বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও সীমাহীন অনিয়মের অভিযোগ রয়েছে। তাই উপদেষ্টা পরিষদ পুর্ণগঠন করার পাশিপাশি প্রশাসনকে ঢেলে না সাজিয়ে নির্বাচন করলে এই সরকার বিদায় নিতে পারবে না।
তিনি বলেন, নির্বাচনের আগে সংকট দেখা দিলে আরেকটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবি জোরালো হবে এবং গণঅধিকার পরিষদের অবস্থান সেদিকেই থাকবে।
সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, সিনিয়র সহসভাপতি ফারুক হাসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা।
সমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন।