জাতীয় নারী বক্সিং: ৫২ কেজিতে চ্যাম্পিয়ন জিনাত | চ্যানেল আই অনলাইন

জাতীয় নারী বক্সিং: ৫২ কেজিতে চ্যাম্পিয়ন জিনাত | চ্যানেল আই অনলাইন

সাউথ আফ্রিকায় ম্যান্ডেলা আফ্রিকান চ্যালেঞ্জ কাপে অংশ নিয়ে সোনা জিতেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বক্সার জিনাত ফেরদৌস। এবার দেশের মাটিতেও চ্যাম্পিয়ন হলেন জিনাত।

সপ্তম জাতীয় নারী বক্সিং প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়ে ৫২ কেজির ইভেন্টে আফরা খন্দকারকে হারিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত।

প্রথম রাউন্ড থেকেই আক্রমণ ও পয়েন্টে এগিয়ে থাকা জিনাত দ্বিতীয় রাউন্ডে সুযোগ দেননি আনসারের আফরাকে। তৃতীয় রাউন্ডেও ধারাবাহিকতা বজায় রেখে ম্যাচ নিজের করে নেন জিনাত।

গত ২৮ জুলাই ঢাকার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে শুরু হয়েছে ৩১তম সিনিয়র পুরুষ ও সপ্তম জাতীয় নারী বক্সিং প্রতিযোগিতা। আসরের ৫২ কেজি ওজন শ্রেণীতে সরাসরি সেমিফাইনালে খেলেন জিনাত ফেরদৌস।

নরসিংদীর গুডওয়েল বক্সিং ক্লাবের হয়ে অংশ নেয়া জিনাত সেমিতে সেনাবাহিনীর আসিয়া খাতুনকে হারান।

Scroll to Top