ঢাকা, ২৪ জুলাই – বাংলাদেশ জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটার মীর বেলায়েত হোসেন মারা গেছেন। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় নিজ জেলা ময়মনসিংহে মৃত্যুবরণ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। সাবেক ক্রিকেটারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলের জার্সিতে ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন মীর বেলায়েত। ১৯৭৯ সালের আইসিসি ট্রফির স্কোয়াডের সদস্যও ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। আশির দশকে ঘরোয়া ক্রিকেটে সাহসী ব্যাটিং স্টাইলের জন্য পরিচিত ছিলেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে আবাহনী, কলাবাগান, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছেন মীর বেলায়েত। এছাড়া, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ময়মনসিংহ জেলার প্রতিনিধিত্ব করেছেন তিনি। ক্লাব ক্রিকেটে আগ্রাসী ব্যাটিং ও দুর্দান্ত উইকেটকিপিংয়ের জন্য বেশ আলোচিত ছিলেন এই ক্রিকেটার।
খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পরও ক্রিকেটে বেশ অবদান রেখেছেন মীর বেলায়েত। ৭৯টি প্রথম শ্রেণি, ৮১টি লিস্ট ‘এ’ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন বেলায়েত। পাশাপাশি বিসিবির আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।
বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনও তার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৪ জুলাই ২০২৫