জাতীয় কাবাডিতে তিস্তা জোনে চ্যাম্পিয়ন নীলফামারী ও রংপুর | চ্যানেল আই অনলাইন

জাতীয় কাবাডিতে তিস্তা জোনে চ্যাম্পিয়ন নীলফামারী ও রংপুর | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে তিস্তা জোনের খেলা শেষ হয়েছে। আসরে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী জেলা এবং নারী বিভাগে শিরোপা উঠেছে স্বাগতিক রংপুরের হাতে। ফাইনাল ম্যাচসহ পুরো প্রতিযোগিতায় খেলোয়াড়দের প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করেছে।

ছেলেদের বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লালমনিরহাটকে ৪৯-৩৫ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী। ম্যাচের শুরু থেকেই দুদলের মধ্যে তীব্র লড়াই চলতে থাকে, শেষ পর্যন্ত নীলফামারীর খেলোয়াড়রা অভিজ্ঞতা এবং কৌশল দিয়ে ম্যাচ নিজেদের করে নেন।

এর আগে সেমিফাইনালে নীলফামারী স্বাগতিক রংপুরের বিপক্ষে কঠিন লড়াইয়ে ৪৪-৪১ পয়েন্টে জিতে ফাইনালে আসে। অন্যদিকে, লালমনিরহাট দ্বিতীয় সেমিফাইনালে কুড়িগ্রামকে ৫১-২৪ পয়েন্টে সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করে।

নারী বিভাগের ফাইনালে স্বাগতিক রংপুর, ঠাকুরগাঁওকে জেলাকে ৫৩-১১ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ঠাকুরগাঁও শক্তিশালী রংপুরের সামনে কোন প্রতিরোধ গড়তে পারেনি। সেমিফাইনালেও দাপুটে ছিল রংপুর। সেমিফাইনালে দিনাজপুরকে ৫৪-১৯ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে তারা। অপর সেমিফাইনালে ঠাকুরগাঁও ৩৬-২৬ পয়েন্টে নীলফামারীকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রংপুরের জেলা প্রশাসক মো. রবিউল ফয়সাল। এসময় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ, কোষাধ্যক্ষ মনির হোসেন এবং সদস্য বাদশা মিয়া উপস্থিত ছিলেন। পদ্মা ও তিস্তা জোনের খেলা সফলভাবে সম্পন্ন হওয়ার পর, জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের পরবর্তী পর্ব, ব্রহ্মপুত্র জোনের খেলা টাঙ্গাইল জেলায় অনুষ্ঠিত হবে।

Scroll to Top