গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন, রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ব্যক্তি, দল কিংবা প্রতিষ্ঠানের স্বার্থ নয়, দেশের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
আজ ২৮ এপ্রিল সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের এলইডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে গণঅধিকার পরিষদের অনুষ্ঠিত বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে গণঅধিকার পরিষদ জানায়, সংস্কার প্রস্তাবের ১৬৬টির মধ্যে তারা ১২৭টি প্রস্তাবের সাথে একমত। ১৫টি প্রস্তাবের সাথে একমত হয়নি এবং ২৩টি প্রস্তাবে আংশিক একমত রয়েছে দলটি।
এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, জাতীয় সনদ তৈরির প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং এর জন্য দেশের রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাবে কমিশন।
বৈঠকে অংশ নেয় গণঅধিকার পরিষদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল। কমিশনের সাথে এটি ছিল দলটির প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।
উল্লেখ্য, জাতীয় নির্বাচন, সংবিধান, জনপ্রশাসন ও রাষ্ট্রীয় কাঠামোর সার্বিক সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক মতবিনিময় করছে জাতীয় ঐক্যমত কমিশন।