জাতীয় ঐকমত্য কমিশনকে ইসির চিঠি | চ্যানেল আই অনলাইন

জাতীয় ঐকমত্য কমিশনকে ইসির চিঠি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একাধিক প্রস্তাবের বিষয়ে নিজেদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি আকারে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

আজ (১৭ মার্চ) সোমবার দুপুরে নির্বাচন কমিশন থেকে এই চিঠি পাঠানো হয়।

এই বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৪ মাসের মধ্যে স্থানীয় ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব না।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে নিয়োগের ক্ষেত্রে আলাদা স্বাধীন কাউন্সিলের দরকার নেই। নির্বাচন কমিশনারদের শাস্তির বিধান সম্পর্কিত যে সুপারিশ করা হয়েছে, সেটা কাম্য নয় বলে জানান তিনি।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের অনেক প্রস্তাব বাস্তবায়ন হলে, ইসির স্বাধীনতা বাধাগ্রস্ত হবে।

Scroll to Top