ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের কোলজুড়ে আসতে যাচ্ছে কন্যা শিশু। আগামী বছর তাদের ঘরে এই শিশুর আগমন ঘটবে। বুধবার (২১ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে নিজেই এই সুবার্তা দেন জাকারবার্গ।
স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে জাকারবার্গ লিখেন, অনেক ভালোবাসা। আনন্দের সঙ্গে জানাচ্ছি, ম্যাক্স ও আগস্ট আগামী বছর নতুন একটা ছোট বোন পাচ্ছে।
মার্ক জাকারবার্গের বর্তমান স্ত্রীর নাম প্রিসিলা। এ দম্পতির ম্যাক্স ও আগস্ট নামে আগেই দুই সন্তান রয়েছে। এর মধ্যে ফের বাবা হওয়ার সুখবর দিলেন বিশ্বের এই অন্যতম ধনী। এই সুখবরে জাকারবার্গ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় জাকারবার্গ বর্তমানে ২০তম অবস্থানে রয়েছেন। দীর্ঘ ৯ বছর প্রেমের পর ২০১২ সালে ১৯ মে কলেজ জীবনের প্রেমিকা প্রিসিলা চ্যানকে বিয়ে করেন তিনি।