নগরবাসীদের দুর্ভোগ কমিয়ে আনতে মশকনিধনসহ সকল জরুরি সেবা চলমান রাখার ইঙ্গিত দিয়ে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জরুরি সেবার পাশাপাশি আন্দোলনও চলবে।
সোমবার (১৬ জুন) জরুরী সেবা চলমান রাখতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে বৈঠক করেছেন ইশরাক।
এসময় তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটির জরুরি কার্যক্রম চলবে। একই সঙ্গে মেয়র হিসেবে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত নগর ভবনে বিরতিহীন আন্দোলনও চলবে।
সরকারের কার্যক্রমকে উদ্দেশ্য করে তিনি বলেন, গত এক মাস যাবৎ আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আলোচনার উদ্যোগ নেয়া হয়নি।
ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনার আমলে নির্বাচনে জালিয়াতি ও অবৈধভাবে ফল পরিবর্তনের মাধ্যমে জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল- সাম্প্রতিক মামলার রায়েই সেটি প্রমাণিত হয়েছে। সরকারকে দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে।