এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গত মৌসুমে এসিএল চোটে প্রায় পুরোটা সময় মাঠের বাইরে ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা এডের মিলিতাও। এবারও লম্বা সময়ের চোটে পড়লেন ব্রাজিলীয় ডিফেন্ডার। ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচে মিনিট বিশেকের মধ্যে আবারও এসিএল চোট নিয়ে মাঠ ছাড়েন ২৬ বর্ষী তারকা।
টানা দুই হারের পর শনিবার লা লিগায় ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকে ওসাসুনাকে ৪-০তে হারিয়ে ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে খেলা মিলিতাওসহ লুকাস ভাসকেস ও রদ্রিগোকে চোটজনিত সমস্যায় তিন থেকে চার সপ্তাহ বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে।
পরীক্ষা-নিরীক্ষার পর ক্লাবটি জানিয়েছে, মিলিতাওয়ের এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে। গত বছর বাঁ-পায়ে এই চোট লাগলেও এবার লেগেছে ডান পায়ে। কয়েকদিনের মধ্যে করানো হবে অস্ত্রোপচার। ৯ মাসের মতো লাগবে সেরে উঠতে।
চলতি মৌসুমে এসিএল চোটে পড়া রিয়ালের দ্বিতীয় খেলোয়াড় মিলিতাও। একই চোটে বাকি মৌসুমের জন্য ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল। আল-হিলালে খেলা নেইমার জুনিয়রও দীর্ঘসময় মাঠের বাইরে ছিলেন এ ভয়ানক চোটের কারণে।
