দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে মাগুরা-১ আসন থেকে জয়ের ব্যাপারে আশার কথা শুনিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মানুষের ভালবাসা নিয়ে টানা দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদে যেতে আত্মবিশ্বসী আওয়ামী লীগের আরেক প্রার্থী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বিনোদন জগতের দুই তারকা ফেরদৌস আহমেদ ও মাহিয়া মাহিও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী।
