জয়ের আশা নিয়েই ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

জয়ের আশা নিয়েই ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

প্রায় দুই মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী দল। লক্ষ্য আগামী জুন-জুলাইতে মেয়েদের এশিয়ান কাপ বাছাই। মিয়ানমারে হতে চলা এ প্রতিযোগিতায় নামার আগে শিষ্যদের ঝালিয়ে দেখতে চান কোচ পিটার বাটলার। তারই অংশ হিসেবে জর্ডানে তিন জাতি প্রীতি টুর্নামেন্ট খেলতে গেছেন আফিদা-ঋতুপর্ণারা।

ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ। কিং আব্দুল্লাহ-২ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও মনিকা-আফিদা-ঋতুপর্ণারা তিন পয়েন্টের স্বপ্ন দেখছেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে ১৩৩তম, ইন্দোনেশিয়া ৯৪তম। ইন্দোনেশিয়া ম্যাচের আগে অধিনায়ক আফিদা বলেছেন, ‘এ ম্যাচের জন্য আমরা এতদিন পরিশ্রম করেছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দুবাই সফর থেকে আমাদের (বর্তমান) দল ভালো। সিনিয়র-জুনিয়র মিলিয়ে ভালো এবং শক্ত একটা দল আমাদের।’

বাংলাদেশ দলের সহকারী কোচ মাহমুদা আক্তার বলেছেন, ‘আশা করছি, কাল ভালো একটা ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বো। এই আশা নিয়েই আমরা এগুচ্ছি। টিমের বন্ধনটাও ভালো। গতবার দুবাইয়ে যখন খেলেছি, তখন অল্প কয়েকজন সিনিয়র ছিল দলে। এবার সিনিয়রদের অনেককে পেয়েছি, জুনিয়রও আছে। টিম কম্বিনেশন ভালো।’

Scroll to Top