জন্মদিনে দুই উপহার, এক ছবির মুক্তি, আরেক ছবির পোস্টার প্রকাশ ম্রুনালের

জন্মদিনে দুই উপহার, এক ছবির মুক্তি, আরেক ছবির পোস্টার প্রকাশ ম্রুনালের

ঢাকাপ্রতিদিন বিনোদন ডেস্ক : বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। ‘সুপার ৩০’, ‘সীতা রামাম’ ও ‘জার্সি’র মতো সফল ছবি তাঁর ঝুলিতে। গতকাল ছিল ম্রুনালের ৩৪তম জন্মদিন। বিশেষ দিনে পরিবার, বন্ধু ও সহকর্মীদের পাশাপাশি ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

বিপরীতে তিনিও দিয়েছেন উপহার; একটি নয়, দুটি।

গতকাল মুক্তি পেয়েছে ম্রুনালের নতুন ছবি ‘সন অব সর্দার ২’। এটি ২০১২ সালের সুপারহিট ছবি ‘সান অব সর্দার’-এর সিক্যুয়াল। গতকাল মুক্তির পর থেকে নতুন কিস্তি পাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া।

সমালোচকদের কেউ ছবিটির প্রশংসা করছেন, তো কেউ প্রকাশ করছেন অসন্তোষ। অগ্রিম টিকিট বিক্রি এবং গতকালের দর্শক সমাগমের ওপর নির্ভর করে একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথম দিনে ছবিটি ছয় কোটি রুপির মতো আয় করতে পারে। যা ‘সান অব সর্দার’-এর প্রথম দিনের সংগ্রহের চেয়ে চার কোটি রুপি কম।

ম্রুনালের দ্বিতীয় উপহার একটি পোস্টার।

শানিল ডিওর ‘ডাকাত’ ছবিতে তাঁর ফার্স্টলুক প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেল, একটি পিস্তল হাতে তীক্ষ্ণ চোখে নিশানায় চেয়ে আছেন ম্রুনাল। ছবিতে তাঁর চরিত্রের নাম জুলিয়েট। যেটা শেকসপিয়ারের বিখ্যাত নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর নায়িকার নাম। নামে রোমান্টিক হলেও ‘ডাকাত’-এর জুলিয়েটের মধ্যে রয়েছে সাহস আর রহস্যের মিশেল।

পোস্টারের সঙ্গে তাঁকে শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে, “দেখতে মিষ্টি ও সহজ মনে হলেও ভেতর থেকে সে বিস্ফোরক। ‘ডাকাত’ টিমের পক্ষ থেকে জুলিয়েট তথা ম্রুনালকে জন্মদিনের শুভেচ্ছা।”

‘ডাকাত’-এ ম্রুনালের সঙ্গে আছেন আদিবি শেষ, অনুরাগ কাশ্যপ প্রমুখ। এ বছরের বড়দিন উপলক্ষে ছবিটি মুক্তি পাবে হিন্দি ও তেলুগু ভাষায়।
ঢাকাপ্রতিদিন/এআর

Scroll to Top