আলো ছড়ানোর মানুষদের জন্মদিন আসে কেবল তারিখে, ক্যালেন্ডারে— আসলে তারা প্রতিদিনই জন্মান, প্রতিদিনই জাগিয়ে তোলেন আশার আলো, চিন্তার দীপ্তি। সেইরকম এক মানুষ, এক বাতিঘর— অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
শুক্রবার (২৫ জুলাই) তাঁর ৮৬তম জন্মদিন। কিন্তু তার আগের দিন (২৪ জুলাই) যেন হয়ে উঠল আরেকটি আলোকিত দিন— চ্যানেল আইয়ে উদযাপিত হলো এক আলোকবর্তিকার আগমন।
চ্যানেল আই ও আবদুল্লাহ আবু সায়ীদের সম্পর্ক কেবল পেশাগত নয়— এটা আত্মিক ও দীর্ঘকালীন। চ্যানেল আইয়ের শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানটির এক প্রেরণার নাম। এখানে তিনি শুধুই অতিথি হয়ে আসেন না, আসেন প্রেরণাদায়ী অভিভাবকের মতো। তাই তার জন্মদিনের আগের দিন তাকে ঘিরে চ্যানেল আইয়ের আয়োজনে ছিল শ্রদ্ধা, ভালোবাসা, স্মৃতি আর প্রতিশ্রুতির অনন্য প্রকাশ।
তবে এই উপলক্ষে চ্যানেল আই আয়োজিত অনুষ্ঠানে ছিল না কোনো আনুষ্ঠানিক কেক কাটা বা আড়ম্বরপূর্ণ উদ্যাপন। চলমান ‘মাইলস্টোন ট্রাজেডি’র প্রেক্ষাপটে এমন আয়োজন থেকে বিরত থেকেছে চ্যানেল আই কর্তৃপক্ষ। কিন্তু তাই বলে জন্মদিনের মাহাত্ম্য ম্লান হয়নি— বরং সেটা হয়ে উঠেছে আরও হৃদয়ছোঁয়া, গভীর এবং ভাবনায় ভরা এক অভিজ্ঞতা।
স্টুডিওর আলোকসজ্জা, সহকর্মীদের উচ্ছ্বলতা আর ‘সায়ীদ স্যার’-এর উপস্থিতি মিলে যেন এক আবেগময় বিকেল জন্ম নেয় চ্যানেল আই প্রাঙ্গণে। তিনি এসেছেন, কথা বলেছেন, স্মৃতিচারণ করেছেন- সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছে চমকপ্রদ!
পরে তিনি অংশ নেন আবদুন নূর তুষারের উপস্থাপনায় বিশেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘তিনি তো আমাদেরই’-তে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অনন্যা রুমা। এটি দর্শক দেখতে পারবেন ২৫ জুলাই বিকেল ৫টা ৪০ মিনিটে!
অনুষ্ঠানে অংশগ্রহণের আগে তিনি সাক্ষাৎ করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের সঙ্গে। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ আলাপ হয়। পরে টেলিভিশন ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে ৮৬তম জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানান শাইখ সিরাজ।