জনপ্রশাসন সংস্কার সংক্রান্ত সুপারিশমালা জমা দিয়েছে বিএনপি

জনপ্রশাসন সংস্কার সংক্রান্ত সুপারিশমালা জমা দিয়েছে বিএনপি

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে সংস্কার বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশমালা জমা দিয়েছে বিএনপির জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি।

আজ রোববার (১৫ ডিসেম্বর) বিএনপির জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটির পক্ষ থেকে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের কাছে সুপারিশগুলো জমা দেওয়া হয়। এ সময় বিএনপির জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের সঙ্গে সুপারিশ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, সুপারিশে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে বিগত ১৬ বছরে প্রশাসনে অনৈতিক সুযোগপ্রাপ্ত দলবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে যাদের চাকরিকাল ২৫ বছর হয়েছে, তাদের অব্যাহতি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও কম গুরুত্বপূর্ণ পদে পদায়নের কথা বলা হয়েছে।

তিনি আরও জানান, আর যেসব সৎ ও মেধাবী কর্মকর্তাকে গত ১৬ বছর রাজনৈতিক প্রতিহিংসাবশত পদোন্নতি বঞ্চিত করে অবসর, বাধ্যতামূলক অবসর বা ওএসডি করে রাখা হয়েছিল, তাদের ভূতাপেক্ষ পদোন্নতিসহ চুক্তিভিত্তিক নিয়োগের সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসন বিষয়ক সংস্কার কমিটি।

GOVT

Shoroter Joba

Scroll to Top