ছোট ছবি ‘আলী’ দিয়ে কানে বাংলাদেশের মাইলফলক | চ্যানেল আই অনলাইন

ছোট ছবি ‘আলী’ দিয়ে কানে বাংলাদেশের মাইলফলক | চ্যানেল আই অনলাইন

বিশ্বের অন্যতম দাপুটে চলচ্চিত্র উৎসব কান। এ বছর বসছে উৎসবটির ৭৮তম আসর। আর এই আসরে স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের প্রথম স্বল্পদৈর্ঘ্য হিসেবে স্থান করে নিলো আদনান আল রাজীবের ‘আলী’।

উৎসবের ওয়েব সাইট ভিজিট করে দেখা যায়, ৪,৭৮১টি চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত এ বছর মূল প্রতিযোগিতায় ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে ৯টি কল্পকাহিনীভিত্তিক (ফিকশন) এবং ২টি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য ছবি। ১১টির মধ্যে ৫টি ছোট ছবি নারী পরিচালকদের নির্মিত।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা আদনান আল রাজীব জানান, কানের অফিসিয়াল সিলেকশনের স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে দেশের কোনো সিনেমার তালিকাবদ্ধ হওয়া এটাই প্রথম। পৃথিবীর বিভিন্ন সিনেমার সঙ্গে ’আলী’ লড়বে পাম দি’অর বা স্বর্ণপামের জন্য।

আদনান আল রাজীব নির্মিত ‘আলী’র প্রযোজনায় আছেন দেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ’রানআউট ফিল্মস’।

প্রযোজক তানভীর হোসেন বলেন, ’স্বল্পৈদর্ঘ্য চলচ্চিত্রকে তো আমরা খুব একটা গুরুত্ব দেই না। কিন্তু এই ধরনের কাজের মধ্য দিয়েই একজন তরুণ–নবীন বড়–অভিজ্ঞ হয়ে ওঠে। আমাদের সিনেমা কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেয়াটা একটা ইন্সপায়ারিং ঘটনা বলেই মনে করি। এই জায়গা করে নেয়ার মাধ্যমে আমরা বলতে চাই, আমরাও বিশ্ব মানের কাজ করি।’

নিয়মের কারণে ’আলী’ সিনেমাটি নিয়ে বেশি কিছু বলতে পারলেন না নির্মাতা আদনান আল রাজীব। জানালেন ২০২৪ এর নভেম্বরে সিলেটে হয়েছে এর দৃশ্যধারণ। গল্পের সামান্য ধারণা দিয়ে আদনান বলেন, ’ব্যক্তিজীবনের ভেতর দিয়ে আমরা একটা অনিবার্য সত্যকে আবিষ্কার করার চেষ্টা করেছি। সহজ–সরল–সুন্দর ঢংয়েই কাজটি করার চেষ্টা ছিল আমাদের।’

স্বল্পদৈর্ঘ্য সিনেমার নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান তারেক, এটির চিত্রগ্রাহক হিসেবে আছেন প্রখ্যাত কামরুল হাসান খসরু।

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে ২৪ মে  জুরি প্রেসিডেন্ট মারেন আদে-এর নেতৃত্বে বিজয়ী চলচ্চিত্রকে স্বল্পদৈর্ঘ্য শাখার পাম দ’ওর প্রদান করা হবে।

এদিকে কানের মূল প্রতিযোগিতায় ‘আলী’ জায়গা করে নেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। আদনান আল রাজীবকে শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

ফেসবুকে খবরটি শেয়ার করে ফারুকী লেখেন, “কিছু খবর এমনই, যা শুনে মন ভরে যায়, চোখে জল চলে আসে। এই খবরটাও তেমনই! প্রায় ১৮ বছর আগে, যখন আদনান প্রথম আমার মহাখালীর ঘরে এসেছিল, আমি দেখেছিলাম এক তরুণকে—যার চোখে ছিল স্বপ্ন, যিনি নিজের ছাপ রেখে যেতে চায়! গতকাল সে যখন ফোন করে জানাল যে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “আলী” কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে, আমার আনন্দের সীমা ছিল না!”

ফারুকী বলেন,“এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক—কারণ এটিই প্রথম কোনো বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য ছবি যা কান-এর মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে! যে কোনো বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতার এমন অর্জনে আমি সমানভাবে খুশি হতাম। কিন্তু যখন এমন গর্বের খবর নিজের “পরিবার” থেকে আসে, তখন আবেগ লুকানো যায় না। এটা আমার ভাই-বান্ধবদের দল থেকে এখন পর্যন্ত সবচেয়ে আনন্দের খবর! কিন্তু আমি জানি, এটাই শেষ নয়। এর পরেও আরও অনেক কিছু আসছে…।”

Scroll to Top