ছেলেদের ৪×২০০ মিটার রিলেতে টানা দ্বিতীয় সোনা ব্রিটেনের | চ্যানেল আই অনলাইন

ছেলেদের ৪×২০০ মিটার রিলেতে টানা দ্বিতীয় সোনা ব্রিটেনের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্যারিস অলিম্পিকে চতুর্থ দিনের শেষ সোনাটি জিতেঝে গ্রেট ব্রিটেন। ছেলেদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলে টানা দ্বিতীয় অলিম্পিকে সোনা জিতেছে তারা। টোকিও অলিম্পিকেও একই ইভেন্টে সোনা জিতেছিলে গ্রেট ব্রিটেন।

প্যারিসের লা ডিফেন্সে অ্যারেনায় দলগত সাঁতার ইভেন্টে ব্রিটেনকে সোনা জিতিয়েছেন জেমস গাই, টম ডিন, ম্যাট রিচার্ডস ও ডানকান স্কট। ম্যাট ছাড়া বাকী তিনজনই ছিলেন টোকিওর সোনাজয়ী ব্রিটিশ রিলে দলে।

সোনা জিততে ৬ মিনিট ৫৯.৪৩ সেকেন্ড সময় নিয়েছে ব্রিটেন। আসরে ব্রিটিশদের চতুর্থ সোনা এটি, সবমিলিয়ে ২৬তম পদক। ৭ মিনিট ০০.৭৮ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছে যুক্তরাষ্ট্র। ৭ মিনিট ০১.৯৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে অস্ট্রেলিয়া।

Scroll to Top