এই খবরটি পডকাস্টে শুনুনঃ
অ্যাথলেটিকসে ছেলেদের ১০ হাজার মিটার দৌড়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন উগান্ডার জশুয়া চেপেতেগি। আসরে দেশটির প্রথম পদক এটি।
স্বর্ণ জয়ের পথে ২৬ মিনিট ৪৩.১৪ সেকেন্ড সময় নেন উগান্ডার এই দৌড়বিদ। যা অলিম্পিকের ইতিহাসে দ্রুততম। অলিম্পিকে ১০ হাজার মিটারের আগের রেকর্ডটি ছিল ইথিওপিয়ার কেনেনিসা বেকেলের ২৭ মিনিট ০১.১৭ সেকেন্ড।
এই ইভেন্টে রৌপ্য জিতেছেন ইথিওপিয়ার বারেহু আরেগায়ি। তিনি সময় নিয়েছেন ২৬ মিনিট ৪৩.৪৪ সেকেন্ড। তার থেকে ০.০২ সেকেন্ড পিছিয়ে থেকে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের গ্রান্ট ফিশারের।