ছেলেদের দলের সঙ্গে খেলে বিশ্বকাপ প্রস্তুতি নেবে মেয়েরা | চ্যানেল আই অনলাইন

ছেলেদের দলের সঙ্গে খেলে বিশ্বকাপ প্রস্তুতি নেবে মেয়েরা | চ্যানেল আই অনলাইন

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি মাস দুয়েক। আসরের আগে নিগার সুলতানা জ্যোতিদের নেই কোনো আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুত রাখতে তাই বিকল্প পথ বেছে নিয়েছে বিসিবি৷ অনূর্ধ্ব-১৫ ছেলেদের দল এবং নারী ক্রিকেটারদের মধ্য থেকে দুটি দল বানিয়ে একটি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

তিন দলের উইমেন’স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপ শুরু হবে সোমবার। নিজেদের মধ্যে ভাগ করে লাল ও সবুজ নামে দুটি দল আর ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল খেলবে এই টুর্নামেন্টে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। প্রতিটি ম্যাচই হবে সাভারের বিকেএসপিতে।

চলতি বছরের এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিতে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ। সেটাই টাইগ্রেসদের শেষ আন্তর্জাতিক ম্যাচে খেলা। তবে ম্যাচ না থাকলেও সিলেটে এক মাসের অনুশীলন ক্যাম্প করে এসেছে মেয়েরা। কয়েক দিনের বিরতির পর চলছে দ্বিতীয় ধাপের ক্যাম্প। এবার তারা খেলবে সিরিজ।

৩০ সেপ্টেম্বর থেকে হতে চলা মেয়েদের বিশ্বকাপের আয়োজক ভারত। হাইব্রিড পদ্ধতিতে হওয়ায় কিছু ম্যাচ শ্রীলঙ্কায় এবং কিছু হবে ভারতে। বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।

Scroll to Top