Last Updated:
সাতটি কুকুরছানাকে নির্মমভাবে পিটিয়ে হ*ত্যা*র অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুধু সাতটি কুকুরছানার মৃত্যু হয়েছে তা নয়, আহত হয়েছে মা কুকুরটিও।

বিষ্ণুপুর: বিষ্ণুপুরে সাতটি কুকুরছানাকে নির্মমভাবে পিটিয়ে হ*ত্যা*র অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুধু সাতটি কুকুরছানার মৃত্যু হয়েছে তা নয়, আহত হয়েছে মা কুকুরটিও। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর থানার জয়রামপুর মোড় এলাকায়। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। পুষ্পিতা কর্মকার দাস নামের এক পশুপ্রেমী ও সমাজসেবী বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই কুকুরছানাদের তাঁরাই স্থানীয় একটি জায়গায় রাখার ব্যবস্থা করেছিলেন।
সপ্তাহখানেকের মধ্যে কুকুরছানাগুলির বিভিন্ন জায়গায় দেওয়ার কথাও হয়েছিল। সেই অনুযায়ী বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগও চলছিল। কিন্তু এরমধ্যে হঠাৎ এই ঘটনা লক্ষ্য করেন তাঁরা।
এই ঘটনায় পুষ্পিতা কর্মকার দাস জানিয়েছেন, “এই ঘটনা নির্মমতার চরম দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অসহায় প্রাণীগুলি কারও ক্ষতি করেনি। এদের থেকে যাতে কারও অসুবিধা না হয় সেজন্য সবরকম ব্যবস্থা করা হয়েছিল।
তাও এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এই কুকুরছানাগুলি বয়স এক মাসের মধ্যে বলে জানা গিয়েছে। আর কয়েক সপ্তাহের মধ্যে কুকুরছানাগুলিকে আগ্রহী ব্যক্তিদের বাড়িতে পাঠানো হত। কিন্তু এর মধ্যেই এই ঘটনা ঘটায় হতাশ সকলেই। সকলেই প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি তুলেছেন।
নবাব মল্লিক
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 04, 2025 9:35 AM IST