ছাদকৃষি এখন নগরজীবনে টেকসই কৃষির নতুন এক সম্ভাবনা | চ্যানেল আই অনলাইন
ছাদকৃষি এখন নগরজীবনে টেকসই কৃষির নতুন এক সম্ভাবনা। যা আরও কার্যকর এবং লাভজনক করতে প্রয়োজন ছাদকৃষি অনুকূল ফসল উৎপাদনের সঠিক তথ্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহার। এমনি এক সম্ভাবনা জাগাতে গত তিন বছর ধরে ‘শেকড় প্রযুক্তি’র অনুশীলন করছেন যশোরের এক উদ্যোক্তা।