ছাত্র আন্দালনে সমর্থন, সরকারের বিরাগভাজন হয়ে সার্বিয়া ছাড়ার কথা ভাবছেন জোকোভিচ

ছাত্র আন্দালনে সমর্থন, সরকারের বিরাগভাজন হয়ে সার্বিয়া ছাড়ার কথা ভাবছেন জোকোভিচ

এই বার্তা আন্দোলনকারীদের অনুপ্রাণিত করলেও ক্ষুব্ধ হয় প্রশাসন। আগুনে ঘি পড়ে এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর। জোকোভিচ সেই শিরোপা উৎসর্গ করেন আন্দোলনে প্রাণ হারানো এক শিক্ষার্থীর উদ্দেশ্যে। অনেকে এটিকে শক্তিশালী রাজনৈতিক বার্তা হিসেবে দেখেছেন।

বিভিন্ন সামাজিক–রাজনৈতিক ইস্যুতে সোচ্চার জোকোভিচের প্রতিবাদ অবশ্য এটুকুতেই থামেনি। এরপর বেলগ্রেডে এক বাস্কেটবল ম্যাচ দেখতে গিয়ে তিনি যে টি–শার্ট পরেছিলেন, সেখানে লেখা ছিল, ‘স্টুডেন্টস অ্যান্ড চ্যাম্পিয়নস’।

এর পর থেকেই সরকারি ঘরানার গণমাধ্যম তাঁর বিরুদ্ধে ধারাবাহিক প্রচারণা শুরু করে। অভিযোগ করা হচ্ছে, তিনি নাকি সার্বিয়ার জন্য কিছুই করেননি, বরং দেশের নাম ব্যবহার করেছেন নিজের স্বার্থে।

Scroll to Top