ছাত্রদল সভাপতি হওয়ার পর ছড়িয়ে পড়েছে ছাত্রলীগ নেতাদের সঙ্গে তোলা ছবি

ছাত্রদল সভাপতি হওয়ার পর ছড়িয়ে পড়েছে ছাত্রলীগ নেতাদের সঙ্গে তোলা ছবি

এ বিষয়ে নূর ইসলাম প্রথম আলোকে বলেন, ‘২০১৮ সালের আগে আমি তখন প্রথম বর্ষের ছাত্র। তখন আমি মেডিসিন ক্লাব করতাম। ওই ক্লাবের কমিটি আনার জন্য ছাত্রলীগের ছেলেরা স্বাচিপ নেত্রী আনিকা ফারিহা জামানের কাছে দোয়া চাইতে গিয়েছিলেন, আরও কয়েক জায়গায় নিয়ে গিয়েছিলেন আমাকে। তারপরে যখন জানতে পারলাম যে ওই ক্লাব ছাত্রলীগই চালাচ্ছে। তখন আমি মেডিসিন ক্লাব থেকে বের হয়ে আসি। ওদের সঙ্গেও আর যাইনি। সেই সময়ের কিছু ছবি থাকতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি কখনোই ছাত্রলীগ করতাম না।

নূর ইসলামকে আগে সেভাবে চিনতেন না বলে জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী। তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে চিনি, সে আমাদের কর্মী হয়েছিল।’

ছাত্রলীগ নেতাদের সঙ্গে নূর ইসলামের থাকা ছবির ব্যাপারে জানতে চাইলে নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান বলেন, ‘কমিটি করা হয়েছে কেন্দ্র থেকে। কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা তদন্ত করেছেন। তারপর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি দিয়েছেন। তাই এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’

Scroll to Top