ছাড়পত্র পেল নিষিদ্ধ ঘোষিত ‘মেকআপ’ সিনেমা

ছাড়পত্র পেল নিষিদ্ধ ঘোষিত ‘মেকআপ’ সিনেমা

বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে ‘মেকআপ’ সিনেমা নিষিদ্ধ ঘোষণা করা হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছবিটি আবারও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ে। একবারও সিনেমা থেকে কিছু অংশ বাদ দিতে বলা হয়। সেই প্রক্রিয়া শেষে জমা দেওয়ার পর গত ১৭ ডিসেম্বর ছবিটি সিনেমা হলে মুক্তির অনুমতি দেয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। তবে এমন আনন্দের খবরেও ‘মেকআপ’ নির্মাতা অনন্য মামুনের মন খারাপ।

ছাড়পত্র পেল নিষিদ্ধ ঘোষিত ‘মেকআপ’ সিনেমা

তিনি জানান, ‘মেকআপ’ নিয়ে কোনো কথাই বলতে চাননা তিনি। শুধু এই সিনেমা নয়, কোনও কাজ নিয়েই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চান না। বললেন, ‘এই মুহূর্তে আমাকে কোনও খবরের সাথে জড়াবেন না। এই সিনেমার ব্যাপারে কথা বলতে একদমই আগ্রহী নই।’

সিনেমা থেকে দৃশ্য বাদ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘মাত্র ১ মিনিট কেটে নেওয়া হয়েছে। এইটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনও ক্ষতিই হয় না। প্রাক্তন প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) কিছু ছবি ব্যবহার করা হয়েছিলো, ওগুলো ফেলে দেওয়া হয়েছে। সেইসাথে কিছু সংলাপ নিয়ে তাদের আপত্তি ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে।’

এদিকে নিজের সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত সিনেমার নায়িকা নিপা আহমেদ রিয়েলি। কারণ, এটি তার প্রথম সিনেমা। সমকালকে ‘মেকআপ’ নায়িকা বলেন, ‘ছবিটি আমার প্রথম সিনেমা। অনেক আশা নিয়ে কাজ করেছি। কিন্তু নানা কারণে ছবিটি সেন্সর বোর্ডে আটকে ছিল। অবশেষে মুক্তি অনুমতি পেয়েছে। এই ছবিতে আমার জার্নিটা একবারে অন্যরকম দেখতে পারবেন দর্শক।’

হাসিনা ক্ষমতায় আসলে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি আ.লীগ নেতার

‘মেকআপ’ সিনেমাটি নির্মিত হয়েছে একজন সুপারস্টারের জীবনের গল্প নিয়ে। সিনেমায় একজন চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। ছবিতে তার নাম শাহবাজ খান। এছাড়াও অভিনয় করেছেন জিয়াউল রোশান, পায়েল মুখার্জী, বিশ্বজিৎ মুখার্জী প্রমুখ।

Scroll to Top