লিগ ওয়ানে দাপট ধরে রেখে চ্যাম্পিয়ন হলো পিএসজি। এঙ্গার্সকে হারিয়ে ছয় ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে নিয়েছে ফরাসি ক্লাবটি। তাতে টানা চতুর্থবার ফ্রান্সের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব ধরে রাখলো তারা।
পার্ক দেস প্রিন্সেস শনিবার এঙ্গার্সের বিপক্ষে ১-০তে জিতেছে লুইস এনরিকের দল। পিএসজির হয়ে জয়সূচক গোলটি করেছেন ডেসিরে ডুয়ে।
ফ্রান্সের শীর্ষ লিগে টানা চতুর্থ ও সব মিলিয়ে ত্রয়োদশ শিরোপা জিতল পিএসজি। দশটির বেশি শিরোপা নেই আর কারও। সবশেষ ১৩ আসরের ১১টিতেই শিরোপা জিতেছে তারা।
বল দখলে ৮২ শতাংশ সময় নিজেদের কাছে রেখে গোলের জন্য ২০টি শট নেয় পিএসজি। বিপরীতে কেবল ৫টি শট নিতে পারে প্রতিপক্ষ দলটি।
জয়ে ২৮ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেলো পিএসজি। দুই নম্বরে থাকা মোনাকোর চেয়ে ২৪ পয়েন্টে এগিয়ে তারা।