আইপিএলের রানবন্যায় ১৬৭ রান তাড়া করা খুব বেশি কঠিন কাজ নয়। তবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ম্যাচ তেমন কঠিনই হয়ে উঠেছিল। সেই ম্যাচে সাতে নামলেন ৪৩ বর্ষী মহেন্দ্র সিং ধোনি। দুর্দান্ত এক ইনিংস খেলে সমালোচকদের জবাব দেয়ার পাশাপাশি ম্যাচ সেরা হয়ে গড়লেন রেকর্ডও।
লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে নেমেছিল দুদল। আগে ব্যাট করে ১৬৬ রানে থামে রিশভ পান্টের লক্ষ্ণৌ। সাতে নেমে ইমপ্যাক্ট শিভাম দুবের সাথে গড়েন ২৮ বলে ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটি। ধোনি ১১ বলে অপরাজিত ২৬ রানের ইনিংস খেলে হন ম্যাচ সেরা।
পাঁচ ম্যাচ হারের পর দ্বিতীয় জয়ের দেখা পাওয়া চেন্নাই সুপার কিংসের বর্তমান অধিনায়ক ধোনি ছয় বছর পর ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। সবশেষ ধোনির হাতে ম্যাচ সেরার পুরস্কার উঠেছিল ২০১৯ সালের মে মাসে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাইয়ে ২২ বলে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন সেদিন।
ধোনির ২৬ রানের ইনিংসে চারটি চার এবং একটি ছক্কার মার ছিল। ৩১ মিনিট ক্রিজে থাকা এ ডানহাতি ব্যাটারের স্ট্রাইকরেট ছিল ২৩৬.৩৬। দুবেকে সাথে নিয়ে ম্যাচ শেষ করতে আর কোনো উইকেট পড়তে দেননি।
এ নিয়ে আইপিএলে ১৮ বার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন ৪৩ বর্ষী ধোনি। ম্যাচ সেরার সংখ্যায় স্পর্শ করলেন ভিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নারকে। তাদের ওপরে আছেন কেবল তিনজন- রোহিত শর্মা ১৯ বার, ক্রিস গেইল ২২ বার এবং সবার ওপরে এবি ডি ভিলিয়ার্স ২৫ বার।
দ্বিতীয় জয় পেলেও টেবিলে অবস্থানের পরিবর্তন হয়নি চেন্নাইয়ের। টেবিলের তলানিতে রয়েছে তারা। তাদের আগে নয়ে আছে সানরাইজার্স হায়দরাবাদ এবং আটে রাজস্থান রয়্যালস।