ছয় বছরেও চালু হয়নি মালদ্বীপ রুটে বিমানের ফ্লাইট | চ্যানেল আই অনলাইন

ছয় বছরেও চালু হয়নি মালদ্বীপ রুটে বিমানের ফ্লাইট | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

২০১৯ সালে মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট চালুর ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সরকারের পরিকল্পনায় বলা হয়েছিল, চেন্নাই হয়ে মালেতে রুটটি চালু করা হবে। কিন্তু ছয় বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত ফ্লাইটটি চালু হয়নি, যা যাত্রীদের মধ্যে হতাশা তৈরি করেছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মালদ্বীপ থেকে প্রয়োজনীয় সময়সূচির স্লট না পাওয়া, ট্রানজিট সংক্রান্ত জটিলতা এবং পাইলট ও কেবিন ক্রুর অভাব এই বিলম্বের মূল কারণ। তারা বলছে, স্লট পেলে খুব শিগগিরই রুটটি চালু করা সম্ভব হবে।

বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২১ সালেই সরাসরি ঢাকা–মালে রুটে ফ্লাইট চালু করে এবং তা নিয়মিত পরিচালনা করছে। পর্যটক ও প্রবাসী শ্রমিকদের মধ্যে ইউএস-বাংলার ফ্লাইট ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে বিমানের অনুপস্থিতি প্রশ্ন তুলেছে সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে।

বেসরকারি খাত এগিয়ে থাকলেও জাতীয় পতাকাবাহী সংস্থার এ ধরনের দীর্ঘসূত্রতা সমালোচিত হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দেরিতে শুধু ব্যবসায়িক সুযোগ হারাচ্ছে তা নয়, দেশের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

Scroll to Top