ছয় দফা দাবি আদায়ে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলেছেন, সরকারের পক্ষ থেকে ইতিবাচক ঘোষণা না আসলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে দুপুরে পূর্বঘোষিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন কারিগরি শিক্ষা আন্দোলন এর কেন্দ্রীয় প্রতিনিধি নিশান রহমান। দাবি আদায় পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান পলিটেকনিকের শিক্ষার্থীরা।