একের পর এক ছবির শুটিং করতে গিয়ে হাঁপিয়ে উঠেছিলেন সুপারস্টার শাকিব খান। খানিকটা অবকাশ পেয়ে বেড়াতে গিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে যোগ দিয়েছে শাকিবের ছোট ছেলে শেহজাদ খান বীর ও তার মা নায়িকা শবনম বুবলী।
২০২৩ সালে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে শাকিব। তখন সঙ্গে তার মা অপু বিশ্বাস ছিলেন। এবারের সফরে যুক্ত হয়েছে বীর ও বুবলী। তাদের নিয়ে নিউ ইয়র্ক শহরের বিভিন্ন লোকেশনে ঘুরে বেড়াচ্ছেন শাকিব, পার করছেন দারুণ সময়।
রবিবার বাংলাদেশ সময় বিকেলে শাকিব খান ও বীরকে নিয়ে একগুচ্ছ ছবি নিজের পেইজে পোস্ট করে বুবলী লিখেছেন, ‘লাইফ ইন ইউএসএ’। কালো ট্রাউজার এবং টি-শার্ট পরে আছেন শাকিব, মাথায় ক্যাপ ও চোখে সানগ্লাস। বুবলী পরে আছেন লাভ রঙের জামা, সঙ্গে বীরও রয়েছে।
বুবলী ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়ে। সেই পোস্টে নেটিজেনরা নানা ধরণের মন্তব্য করতে থাকেন।
শাকিব খান অনেক আগেই জানিয়েছেন, বুবলীর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়েছে! তবে বহুদিন পর আবার একইসঙ্গে কাছাকাছি একই ফ্রেমে দেখা গেল তাদের। এবার সঙ্গে বীরও রয়েছে। এই সময়ে শাকিব-বুবলীর পুরাতন সম্পর্কে বরফ গলেছে কিনা সেটি এখনও জানা যায়নি!
শাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দুই সন্তান আব্রাম এবং বীরের প্রতি বাবা হিসেবে বরাবরই দায়িত্বশীল শাকিব খান।
সূত্রটি আরও জানায়, শাকিব খান আগস্টের মাঝামাঝি দেশে ফিরবেন। অন্যদিকে, বুবলী দেশে ফিরবেন অক্টোবর মাসের শেষ দিকে।