চ্যাম্পিয়নের দাবিদার এমন দলের সাথে খেলে ফায়দা নিতে চায় বাংলাদেশ

চ্যাম্পিয়নের দাবিদার এমন দলের সাথে খেলে ফায়দা নিতে চায় বাংলাদেশ
চ্যাম্পিয়নের দাবিদার এমন দলের সাথে খেলে ফায়দা নিতে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে বাংলাদেশ দল। যেখানে স্বাগতিক নিউজিল্যান্ডের সাথে বাকি দল পাকিস্তান। এমন শক্তিশালী দুই দলের বিপক্ষে খেলাকে বড় করে দেখছেন নির্বাচক হাবিবুল বাশার। কারণ তার চোখে বিশ্বকাপের দাবিদার পাকিস্তান, নিউজিল্যান্ড।

এমনিতেই বিশ্বকাপ সামনে রেখে নিউজিল্যান্ডে এই ত্রিদেশীয় সিরিজটি কার্যকরই হওয়ার কথা বাংলাদেশের জন্য। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশন যে প্রায় একই রকম। ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামবে টাইগাররা।

আজ (৫ অক্টোবর) ঢাকায় সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে নির্বাচক হাবিবুল বাশার সাংবাদিকদের বলেন,

‘একটা ভালো সুবিধা যে কন্ডিশন কিছুটা সিমিলার পেয়েছি আমরা। আমাদের যাদের সঙ্গে খেলা হচ্ছে কঠিন প্রতিপক্ষ। দু দলই হয়তো এই বিশ্বকাপ জেতার অনেক বড় সুযোগ আছে, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। একটা ভালো সিরিজ খেলেই কিন্তু আমরা বিশ্বকাপে যাচ্ছি। প্রস্তুতিটা কিন্তু খুব ভালো হবে। আশা করছি আমরা ভাল খেলব, যদি ভাল খেলতে পারি সেটা বিশ্বকাপে হেল্প করবে।’

দিন দুয়েক আগে নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় ব্যাটিং কোচ জেমি সিডন্স জানিয়েছেন চোট কাটিয়ে দলে ফেরা লিটন দাসকে তিন বা চার নম্বরেও দেখা যেতে পারে। ফলে ওপেনিং নিয়ে আরেক দফা জটিলতা। তবে কি সর্বশেষ দুই-তিন ম্যাচের মতো সাব্বির রহমান-মেহেদী মিরাজকে ওপেনিংয়ে দেখা যাবে?

উত্তরে বাশার বলেন, ‘আমাদের শান্ত (নাজমুল হোসেন) আছে ওপেনার হিসেবে। তো আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট সবার আগে আমাদের সর্বোচ্চটা তৈরি করে ফেলবে এ সিরিজে যে বিশ্বকাপে আমরা কাদের নিয়ে খেলব। বিশ্বকাপে গিয়ে কিন্তু দেখার সুযোগ থাকবে না। এখানে হয়তো টিম ম্যানেজমেন্ট আরেকটা কম্বিনেশন চিন্তা করতে পারেন।’

‘শেষ সুযোগ আমাদের এই টুর্নামেন্ট। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট দেখবেন অন্য কাউকে ওপেনিং করান যায় কী না বা এটা নিয়েই বিশ্বকাপে যাবেন কী। এই সিরিজে যারা ওপেন করবেন টপ অর্ডার খেলবে তারাই বিশ্বকাপে কন্টিনিউ করবেন।’

Scroll to Top