নতুন কাঠামোতে ৩৬ দলের অংশগ্রহণে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ গড়িয়েছে গত মৌসুমে। আগামী সেপ্টেম্বর থেকে একই কাঠামোতে গড়াবে ২০২৫-২৬ মৌসুমও। মোনাকোতে ড্র অনুষ্ঠিত হল। দেখে নেয়া যাক প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল।
বৃহস্পতিবার রাতে মোনাকোতে জমকালো আয়োজনে হল চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমের ড্র। সুইডেনের কিংবদন্তি সাবেক জালাতান ইব্রাহিমোভিচ ও সাবেক ব্রাজিল তারকা রিকার্ডো কাকার উপস্থিতিতে প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে দলগুলোর।
প্রথম রাউন্ডে গ্রুপপর্ব থাকছে না। লিগপর্বে হবে খেলা, পয়েন্ট তালিকা হবে একটি। প্রথমপর্বে দ্বৈবচয়ন পদ্ধতিতে প্রতিপক্ষ হয়ে প্রতিটি দল আটটি দলের বিপক্ষে খেলবে। চারটি পটে ভাগ হওয়া দলগুলো চারটি করে ম্যাচ ঘরের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে খেলবে।
প্রথমপর্বে খেলা দলগুলোর মধ্যে পয়েন্ট তালিকার সেরা আটটি দল সরাসরি শেষ ষোলোয় খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি আট দল আসবে প্লে-অফের মাধ্যমে। নবম থেকে ২৪ পর্যন্ত দলগুলোর মধ্যে প্লে-অফ থেকে শেষ ষোলোর বাকি আটটি দল নির্ধারিত হবে। পয়েন্টে তলানির বাকি দলগুলো বাদ পড়ে যাবে। আগের মতোই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল হবে।
এক নজরে দেখে নেয়া যাক দলগুলো কে কাকে প্রতিপক্ষ পেল
পিএসজি: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, আটালান্টা, লেভারকুসেন, টটেনহ্যাম, স্পোর্টিং সিপি, নিউক্যাসল ইউনাইটেড ও অ্যাথলেটিক ক্লাব।
রিয়াল মাদ্রিদ: ম্যানসিটি, লিভারপুল, জুভেন্টাস, বেনফিকা, মার্শেই, অলিম্পিয়াকোস, মোনাকো ও কাইরাত আলমাতি।
ম্যানসিটি: বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, লেভারকুসেন, ভিয়ারিয়াল, নাপোলি, বোডো/গ্লিমট, গ্যালাতাসারাই ও মোনাকো।
বায়ার্ন মিউনিখ: চেলসি, পিএসজি, ক্লাব ব্রুগে, আর্সেনাল, স্পোর্টিং সিপি, পিএসভি, ইউনিয়ন সেন্ট-জিলোয়া ও পাফোস।
লিভারপুল: রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, ফ্রাঙ্কফুর্ট, পিএসভি, মার্শেই, কারাবাগ ও গ্যালাতাসারাই।
ইন্টার মিলান: লিভারপুল, বরুশিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, অ্যাটলেটিকো মাদ্রিদ, স্লাভিয়া প্রাহা, আয়াক্স, কাইরাত আলমাতি ও ইউনিয়ন সেন্ট-জিলোয়া।
চেলসি: বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আটালান্টা, আয়াক্স, নাপোলি, পাফোস ও কারাবাগ।
বরুশিয়া ডর্টমুন্ড: ইন্টার মিলান, ম্যানসিটি, ভিয়ারিয়াল, জুভেন্টাস, বোডো/গ্লিমট, টটেনহ্যাম, অ্যাথলেটিক ক্লাব ও কোপেনহেগেন।
বার্সেলোনা: পিএসজি, চেলসি, ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুগে, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাহা, কোপেনহেগেন ও নিউক্যাসল ইউনাইটেড।
আর্সেনাল: বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, অ্যাটলেটিকো মাদ্রিদ, ক্লাব ব্রুগে, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাহা, কাইরাত আলমাতি ও অ্যাটলেটিক ক্লাব।
লেভারকুসেন: পিএসজি, ম্যানসিটি, ভিয়ারিয়াল, বেনফিকা, পিএসভি, অলিম্পিয়াকোস, নিউক্যাসল ইউনাইটেড ও কোপেনহেগেন।
অ্যাটলেটিকো মাদ্রিদ: ইন্টার মিলান, লিভারপুল, ফ্রাঙ্কফুর্ট, আর্সেনাল, বোডো/গ্লিমট, পিএসভি, ইউনিয়ন সেন্ট-জিলোয়া ও গ্যালাতাসারাই।
বেনফিকা: রিয়াল মাদ্রিদ, চেলসি, লেভারকুসেন, জুভেন্টাস, নাপোলি, আয়াক্স, কারাবাগ ও নিউক্যাসল ইউনাইটেড।
আটালান্টা: চেলসি, পিএসজি, ক্লাব ব্রুগে, ফ্রাঙ্কফুর্ট, স্লাভিয়া প্রাহা, মার্শেই, অ্যাথলেটিক ক্লাব ও ইউনিয়ন সেন্ট-জিলোয়া।
ভিয়ারিয়াল: ম্যানসিটি, বরুশিয়া ডর্টমুন্ড, জুভেন্টাস, লেভারকুসেন, আয়াক্স, টটেনহ্যাম, কোপেনহেগেন ও পাফোস।
জুভেন্টাস: বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বেনফিকা, ভিয়ারিয়াল, স্পোর্টিং সিপি, বোডো/গ্লিমট, পাফোস ও মোনাকো।
ফ্রাঙ্কফুর্ট: লিভারপুল, বার্সেলোনা, আটালান্টা, অ্যাটলেটিকো মাদ্রিদ, টটেনহ্যাম, নাপোলি, গ্যালাতাসারাই ও কারাবাগ।
ক্লাব ব্রুগে: বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, আটালান্টা, মার্শেই, স্পোর্টিং সিপি, মোনাকো ও কাইরাত আলমাতি।
টটেনহ্যাম: বরুশিয়া ডর্টমুন্ড, পিএসজি, ভিয়ারিয়াল, ফ্রাঙ্কফুর্ট, স্লাভিয়া প্রাহা, বোডো/গ্লিমট, কোপেনহেগেন ও মোনাকো।
পিএসভি: বায়ার্ন মিউনিখ, লিভারপুল, অ্যাটলেটিকো মাদ্রিদ, লেভারকুসেন, নাপোলি, অলিম্পিয়াকোস, ইউনিয়ন সেন্ট-জিলোয়া ও নিউক্যাসল ইউনাইটেড।
আয়াক্স: ইন্টার মিলান, চেলসি, বেনফিকা, ভিয়ারিয়াল, অলিম্পিয়াকোস, মার্শেই, গ্যালাতাসারাই ও কারাবাগ।
নাপোলি: চেলসি, ম্যানসিটি, ফ্রাঙ্কফুর্ট, বেনফিকা, স্পোর্টিং সিপি, পিএসভি, কারাবাগ ও কোপেনহেগেন।
স্পোর্টিং সিপি: পিএসজি, বায়ার্ন মিউনিখ, ক্লাব ব্রুগে, জুভেন্টাস, মার্শেই, নাপোলি, কাইরাত আলমাতি ও অ্যাথলেটিক ক্লাব।
অলিম্পিয়াকোস: রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লেভারকুসেন, আর্সেনাল, পিএসভি, আয়াক্স, পাফোস ও কাইরাত আলমাতি।
স্লাভিয়া প্রাহা: বার্সেলোনা, ইন্টার মিলান, আর্সেনাল, আটালান্টা, বোডো/গ্লিমট, টটেনহ্যাম, অ্যাথলেটিক ক্লাব ও পাফোস।
বোডো/গ্লিমট: ম্যানসিটি, বরুশিয়ার ডর্টমুন্ড, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, টটেনহ্যাম, স্লাভিয়া প্রাহা, মোনাকো ও গ্যালাতাসারাই।
মার্শেই: লিভারপুল, রিয়াল মাদ্রিদ, আটালান্টা, ক্লাব ব্রুগে, আয়াক্স, স্পোর্টিং সিপি, নিউক্যাসল ইউনাইটেড ও ইউনিয়ন সেন্ট-জিলোয়া।
কোপেনহেগেন: বরুশিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা, লেভারকুসেন, ভিয়ারিয়াল, নাপোলি, টটেনহ্যাম, কাইরাত আলমাতি ও কারাবাগ।
মোনাকো: ম্যানসিটি, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ক্লাব ব্রুগে, টটেনহ্যাম, বোডো/গ্লিমট, গ্যালাতাসারাই ও পাফোস।
গ্যালাতাসারাই: লিভারপুল, ম্যানসিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ, ফ্রাঙ্কফুর্ট, বোডো/গ্লিমট, আয়াক্স, ইউনিয়ন সেন্ট-জিলোয়া ও মোনাকো।
ইউনিয়ন সেন্ট-জিলোয়া: ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখ, আটালান্টা, অ্যাটলেটিকো, মার্শেই, পিএসভি, নিউক্যাসল ইউনাইটেড ও গ্যালাতাসারাই।
কারাবাগ: চেলসি, লিভারপুল, ফ্রাঙ্কফুর্ট, বেনফিকা, আয়াক্স, নাপোলি, কোপেনহেগেন ও অ্যাথলেটিক ক্লাব।
অ্যাথলেটিক ক্লাব: পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, আটালান্টা, স্পোর্টিং সিপি, স্লাভিয়া প্রাহা, কারাবাগ ও নিউক্যাসল ইউনাইটেড।
নিউক্যাসল ইউনাইটেড: বার্সেলোনা, পিএসজি, বেনফিকা, লেভারকুসেন, পিএসভি, মার্শেই, অ্যাথলেটিক ক্লাব ও ইউনিয়ন সেন্ট-জিলোয়া।
পাফোস: বায়ার্ন মিউনিখ, চেলসি, ভিয়ারিয়াল, জুভেন্টাস,স্লাভিয়া প্রাহা, অলিম্পিয়াকোস, মোনাকো ও কাইরাত আলমাতি।
কাইরাত আলমাতি: রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, ক্লাব ব্রুগে, আর্সেনাল, অলিম্পিয়াকোস, স্পোর্টিং সিপি, পাফোস ও কোপেনহেগেন।