উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফিরতি লেগে নির্ধারিত সময়ে পিছিয়ে থেকেও যোগ করা সময়ের শেষ দিকে গোল করে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। দিনের প্রথম ম্যাচে চমক উপহার দিয়েছে ফেইনুর্ড। ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে তারা।
আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে প্লে-অফের ফিরতি লেগে ১-১ ড্র করে, দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে পরের ধাপে উঠল বায়ার্ন। গত সপ্তাহে স্কটিশ দলটির মাঠে ২-১ গোলে জিতেছিল ভিনসেন্ট কোম্পানির দল। রাতের অন্য ম্যাচে ফেইনুর্ডের সঙ্গে তারা ১-১ গোলে ড্র করেছে মিলন। দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে আসর থেকে বিদায় নিয়েছে তারা।
ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ের পর, দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে শেষ ষোলোয় উঠেছে বেনফিকা।
আরেক লড়াইয়ে কোনো প্রতিরোধই গড়তে পারেনি আটালান্টা। ক্লাব ব্রুজের মাঠে প্রথম লেগে ২-১ গোলে হারের পর, এবার ঘরের মাঠে ৩-১ গোলে হেরে গেছে ইতালিয়ান ক্লাবটি। ৫-২ ব্যবধানে জিতে পরের ধাপে গেছে বেলজিয়ান ক্লাবটি।
পরের পর্বে বায়ার্ন খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ বা বেয়ার লেভারকুসেনের বিপক্ষে। বেনফিকার দেখা হবে লিভারপুল বা বার্সেলোনার সঙ্গে। ব্রুজের প্রতিপক্ষ লিল বা অ্যাস্টন ভিলা। ফেইনুর্ড পাবে ইন্টার মিলান বা আর্সেনালকে। শুক্রবার হবে এর ড্র।