চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড – Allrounder BD

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড – Allrounder BD

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড – Allrounder BD

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

সময়টা ভালো যাচ্ছে না ইউনাইটেডের। প্রিমিয়ার লিগের প্রথম ৫ ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। দুটিতে জিতলেও তাদের খেলার মান নিয়ে প্রশ্ন উঠেছে। সবশেষ ব্রাইটনের কাছে ৩-১ গোলে হারের পর সমালোচনার মুখে পড়তে হয়েছে পুরো দলকেই। এমন অবস্থা কাটিয়ে উঠতে বায়ার্নের মাঠ থেকে ইতিবাচক ফল নিয়ে ফিরতে চাইবেন ম্যানইউ কোচ এরিক টেন হ্যাগ।

অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামার আগে চলতি মৌসুমে চার ম্যাচে তিন জয় এক ড্র নিয়ে বুন্দেস লিগার পয়েন্ট টেবিলের দুইয়ে আছে বায়ার্ন। ইউরোপ সেরার লড়াইয়ে দুই দলের মুখোমুখি দেখায় এগিয়ে তারাই। ১১ ম্যাচে বাভারিয়ানরা জিতেছে চারটি, ম্যানইউ দুটি। বাকি পাঁচ ম্যাচে ড্র। নিজেদের ঘরের মাঠে এখন পর্যন্ত রেড ডেভিলদের কাছে হারেনি বায়ার্ন।

ইনজুরির কারণে বুধবার মিডফিল্ডার জশুয়া কিমিখের সার্ভিস নাও পেতে পারে স্বাগতিকরা। চোটের কারণে কিংসলে কোম্যানও থাকতে পারেন মাঠের বাইরে। এদিন প্রাক্তন টটেনহ্যাম হটস্পার তারকা হ্যারি কেইনের সাথে আক্রমণভাগের দায়িত্বে থাকতে পারেন জামাল মুসিয়ালা, গ্যানাব্রি ও লেরয় সানে।

অপরদিকে ম্যান ইউ শিবিরেও রয়েছে চোটের খবর। ইনজুরির কারণে কয়েক সপ্তাহ ধরে দলের বাইরে আছেন অ্যারন ওয়ান-বিসাকা। তার বদলে দেখা যেতে পারে দিয়েগো দালোতকে। চোটের শঙ্কা রয়েছে রাফায়েল ভারানে, লুক শ, তাইরেল ম্যালাসিয়া, ম্যাসন মাউন্ট ও সোফিয়ান আমরাবাতের।

 

 

 

Scroll to Top