চ্যাম্পিয়ন্স লিগে নামার আগে ‘অখুশি’ গার্দিওলা | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স লিগে নামার আগে ‘অখুশি’ গার্দিওলা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় রাউন্ডে স্পার্টা প্রাহার বিপক্ষে রাতে নামছে ম্যানচেস্টার সিটি। তার আগে দলের সার্বিক অবস্থা নিয়ে অখুশি কোচ পেপ গার্দিওলা। দুশ্চিন্তার ভাজ ফেলেছে কেভিন ডি ব্রুইন ও নেশনস লিগে খেলতে গিয়ে কাইল ওয়াকারের চোট।

ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে ছিলেন না ওয়াকার। নেশনস লিগে খেলতে গিয়ে হাঁটুতে চোট পান তারকা ডিফেন্ডার। গার্দিওলা বলেছেন, ক্লাব এবং দলের কোচের মধ্যে যোগাযোগ আরও বেশি উপকারী ও ভালো হবে।

‘যখন খেলোয়াড় ছিলাম, জাতীয় দলের কোচ ক্লাবের কোচদের ডেকে কথা বলতেন। কিন্তু এখন সেটা কেউ করে না। প্রথম বা দ্বিতীয় মৌসুমে গ্যারেথ সাউথগেট কাজটা করেছিল, তারপর আর করেনি।’

‘মাঝে মাঝে রোনাল্ড কোম্যান কাজটা করত, কারণ সে আমার বন্ধু ছিল। আমি জানি তারাও চায় না কেউ চোটে পড়ুক।’

GOVT

মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন এখনও মাঠে নামার জন্য প্রস্তুত নয়। বলেছেন, ‘রদ্রি এবং অস্কার বব ছাড়া বাকি সবাই অনুশীলন করেছে এবং ডি ব্রুইনের মতো খেলোয়াড়রা ক্রমশই ফিট হচ্ছে। ফুটবল খেলতে মাঠে নামার জন্য তাকে পুরোপুরি ফিট হতে হবে।’

Chokroanimation

Scroll to Top