চ্যাম্পিয়ন্স ট্রফি: ভবিষ্যৎ বলে দিচ্ছেন শোয়েব আখতার | চ্যানেল আই অনলাইন

চ্যাম্পিয়ন্স ট্রফি: ভবিষ্যৎ বলে দিচ্ছেন শোয়েব আখতার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠছে ‘হাইব্রিড’ মডেলের ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির। আসরে শ্রেষ্ঠত্ব দেখাবে কারা, শিরোপাই বা জিতবে কে, এসব নিয়ে চলছে নানা আলোচনা-বিশ্লেষণ। তাতে বড় ভবিষ্যদ্বাণী করলেন পাকিস্তান তারকা সাবেক পেসার শোয়েব আখতার।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বেই দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের। দুদলের হাই-ভোল্টেজ ম্যাচে বাবর আজমদের জয়ী দেখছেন শোয়েব। ভারত-পাকিস্তানের ফাইনাল খেলা উচিত বলেও মনে করেন। সেমিফাইনাল নিয়ে চমকপ্রদ এক কথা বলেছেন ৪৯ বর্ষী সাবেক। তিনি ভারত ও পাকিস্তানের সঙ্গে সেমিতে দেখছেন আফগানিস্তানকেও।

ভারত-পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে শোয়েব বলেছেন, ‘আমার বিশ্বাস, ২৩ ফেব্রুয়ারি ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান। এই দুই দলের ফাইনালেও দেখা হওয়া উচিত। গ্রুপপর্বে ভারত ও নিউজিল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার অর্ধেক কাজ হয়ে যাবে।’

‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান। এই গ্রুপ থেকে বড় কোনো দলের দিকে শোয়েব নজর না দিলেও আফগানদের সেমিফাইনালে দেখছেন। বলেছেন, ‘আফগানিস্তানের ব্যাটাররা যদি পরিপক্বতা দেখাতে পারে, তাহলে তারা অপ্রত্যাশিত কিছু করে ফেলতে পারে। বিশ্বাস করি পাকিস্তান, ভারত এবং আফগানিস্তান ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে যাবে।’

Scroll to Top