চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবার ওপরে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবার ওপরে বাংলাদেশ

৮ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে ফিরছে ক্রিকেটের বহুল প্রতীক্ষিত এই আসর। মিনি বিশ্বকাপ নামে পরিচিত ওয়ানডে ফরম্যাটের এই প্রেস্টিজিয়াস আসরেই বাংলাদেশ পেয়েছে আইসিসি ইভেন্টে নিজেদের সবচেয়ে বড় সাফল্য। ২০১৭ আসরে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল টিম টাইগাররা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবার ওপরে বাংলাদেশ

সেই আসরের ৬ জনকে এবারেও দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। আর সেটাই এবারের আসরে বাংলাদেশকে দিয়েছে সবচেয়ে অভিজ্ঞ দলের তকমা। ২০১৭ সালের আসরে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। যারা এবারের দলেও আছেন।

সবচেয়ে অভিজ্ঞ দল হতে পারতো অস্ট্রেলিয়া। দুইবারের চ্যাম্পিয়নদের শুরুর স্কোয়াডে ৭জন ছিলেন পূর্বের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞতা নিয়ে। কিন্তু অজি স্কোয়াডে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন ৫ জন। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ। অবসরের ঘোষণা এসেছে মার্কাস স্টয়নিসের কাছ থেকে। আর মিচেল স্টার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে অংশ নিচ্ছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

গত আসরে অসিদের হয়ে মাঠে নামা খেলোয়াড়রা হলেন- স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পাই থাকছেন ২০২৫ সালের সংস্করণে।

ভারতও নিজেদের স্কোয়াডে ৮ বছরের আগের দল থেকে ৪ জনের সার্ভিস পাচ্ছে। শেষ সময়ে জাসপ্রিত বুমরাহ ছিটকে না গেলে সংখ্যাটা ৫ জন হতে পারতো। বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ শামি আছেন এবারের দলেও।

চার দলের তিনজন করে ক্রিকেটার আছে। নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, টম লাথাম ও মিচেল স্যান্টনার আছেন এবারের আসরে। পাকিস্তানের আছেন বাবর আজম, ফখর জামান এবং ফাহিম আশরাফ। ২০১৭ সালে প্রথমবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন তারা তিনজনেই।

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট স্টারলিংক বাংলাদেশে আসছে, খরচ কত?

ইংল্যান্ড দলেও তিনজন খেলোয়াড় আছেন। জো রুট, জশ বাটলার ও আদিল রশিদকে আবার দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দক্ষিণ আফ্রিকা দলেও আগের আসর থেকে তিনজন খেলোয়াড় আছেন। ডেভিড মিলার, কাগিসো রাবাদা এবং কেশব মহারাজ দ্বিতীয় চ্যাম্পিন্স ট্রফি খেলবেন।

Scroll to Top