মেজর লিগ সকারে লিগ কাপে লিওনেল মেসি নেকাক্সার বিপক্ষে ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়েন। তখন ইন্টার মিয়ামি নিশ্চিত করেনি মেসির চোট কতটা গুরুতর। পের ক্লাবটি জানায় মেসি ডানপায়ের হ্যামস্ট্রিংয়ে মাইনর চোট পেয়েছেন। মিয়ামি নিশ্চিত করেনি তার সুস্থ হতে কতো সময় লাগবে। কিংবা ঠিক কবে মিয়ামির হয়ে মাঠে ফিরবেন, জানায়নি ফ্লোরিডার ক্লাবটি।
মিয়ামির মাঠে ম্যাচের ১১ মিনিটে নেকাক্সার দুই ডিফেন্ডার একসাথে ট্যাকেল করেন মেসিকে। তাতে নেকাক্সার পেনাল্টি বক্সে লুটিয়ে পড়েন মেসি। সেসময় মেডিকেল টিমের সাথে মাঠ ছাড়তে হয়।
চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে এপর্যন্ত মেসি খেলেছে ৩৩ ম্যাচ। যার মধ্যে দুটি ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার হয়ে। বাকিসব ম্যাচ খেলেছেন মিয়ামির হয়ে।
শেষ খবর, ‘দীর্ঘসময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হতে পারে মেসিকে।’
কিন্তু মিয়ামি সময়সীমার ব্যাপারে জানায়নি কিছুই। যদি তিন-চার সপ্তাহের জন্যও মেসি বাইরে থাকেন, তাহলে শুধু লিগ কাপ নয়, মেজর লিগ সকারের কয়েকটি ম্যাচে তাকে পাবে না মিয়ামি।
সতীর্থ জর্ডি আলবা বলেছেন, ‘দলের জন্য দুঃসংবাদ। বিশ্বসেরা ও ইতিহাসের সেরা খেলোয়াড় চোট পেয়েছেন। তিনি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এটা হতাশাজনক। আশা করি দ্রুতই দলে ফিরবেন তিনি।’