চোট পাওয়ার পরের দিন সবার আগে অনুশীলনে লিটন – Allrounder BD

চোট পাওয়ার পরের দিন সবার আগে অনুশীলনে লিটন – Allrounder BD

দুপুর ১টা ৮ মিনিট। বুধবার ব্যাট হাতে অনুশীলনে হাজির হলেন লিটন কুমার দাশ, গন্তব্য জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেট। আগের দিনই কোমরে হালকা চোট পেয়েছিলেন। পরের দিন সবার আগে ব্যাটিংয়ে হাজির ডানহাতি এই ব্যাটার। মাঠে তখন আর কোনো খেলোয়াড় নাই, লিটন ছাড়া পুরো মাঠে বাংলাদেশ দলের সাথে থাকা আর মাত্র দুইজন! বোঝাই যায়, ব্যাট হাতে ছন্দে ফিরতে কতটা মরিয়া তিনি।

সবশেষ ৭ ইনিংস আগে এই চট্টগ্রামেই আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলেছিলেন ৪১ বলে ৮৩ রানের ইনিংস। এরপর গেল ডিসেম্বরে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেললেও ফিফটির দেখা পাননি। বাকি দুই ফরম্যাটেও লিটন হারিয়ে খুঁজছেন নিজেকে।

লিটনের অনুশীলনে নজর রাখছেন মুশতাক আহমেদ

তাই এদিন একা একাই সবার আগে ব্যাট করলেন। এমনকি ভুল শটে ধারাবাহিকভাবে করেছেন ব্যাটিং শ্যাডোও।শুধু তাই না, লিটনের ভুল চোখে পড়ামাত্র দৌড়ে গিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। নেটে লিটন অবশ্য বরাবরই দুর্দান্ত, ম্যাচেই যত সমস্যা হচ্ছে। সেই সমস্যা কাটিয়ে উঠতে, লিটনকে সবার আগে রান করতে হবে মূল ম্যাচেই। প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, তখন নিজের হারানো ছন্দ খুঁজে পাওয়ার সবচেয়ে সেরা সুযোগ টাইগার ব্যাটারের সামনে। লিটন সফল এক সিরিজ শেষ করতে পারবেন তো ব্যাট হাতে?

জিম্বাবিয়ানদের বিপক্ষে এই ফরম্যাটে উইকেটকিপার ব্যাটাররের পরিসংখ্যানও দারুণ। ৯ ইনিংসে ১৫২.৪৭ স্ট্রাইক রেটে ৩ ফিফটিসহ করেছেন ৩০৮ রান।

লিটন ব্যাট করেছেন ১৯ মিনিট। এরপর হাঁটা শুরু সাজঘরের পথে। দলের সাথে নিশ্চয়ই আবারও নামবেন অনুশীলনে। তখন হয়তো আবারো ব্যাট করবেন। আগের দিন ফিল্ডিংয়ে চোট পাওয়া লিটন হয়তো করবেন ফিল্ডিং অনুশীলনও। চেষ্টায় যে কোনোধরণের কমতি রাখার মানুষ তিনি নন!

Scroll to Top