চোট নিয়ে ১১ মিনিটেই মাঠের বাইরে মেসি, পেনাল্টিতে জয় মিয়ামি

চোট নিয়ে ১১ মিনিটেই মাঠের বাইরে মেসি, পেনাল্টিতে জয় মিয়ামি

আবারও চোটে পড়েছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। শনিবার ফ্লোরিডার চেইস স্টেডিয়ামে লিগস কাপের ম্যাচে মেক্সিকোর নেকাক্সার বিপক্ষে খেলতে নেমে মাত্র ১১ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাকে। তবে তার অনুপস্থিতিতেও জয় পায় ইন্টার মিয়ামি।

চোট নিয়ে ১১ মিনিটেই মাঠের বাইরে মেসি, পেনাল্টিতে জয় মিয়ামিচোট নিয়ে ১১ মিনিটেই মাঠের বাইরে মেসি, পেনাল্টিতে জয় মিয়ামি

ম্যাচ চলাকালে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে ‘টপ অব দ্য বক্সে’ নেকাক্সার ডিফেন্ডার আলেক্সিস পেনার সঙ্গে ধাক্কা খান মেসি। এরপর মাটিতে পড়ে হতাশায় ঘাসে ঘুষি মারেন তিনি। কিছুক্ষণ পর মাঠের এক পাশে দাঁড়িয়ে ছিলেন, হঠাৎ বসে পড়ে পিঠে শুয়ে যান। চিকিৎসকেরা এসে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঠের বাইরে নিয়ে যান। পরে তার জায়গায় মাঠে নামেন ফেদেরিকো রেডোন্ডো।

চোটটি মেসির ডান পায়ের ঊরুর ওপরের অংশ বা কুঁচকিতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচ শেষে বলেন, “সে কিছুটা অস্বস্তি অনুভব করছিল। বড় কিছু না হলেও মাংসপেশিতে টান লেগেছে বলে মনে হচ্ছে। নিশ্চিত করে বলা যাবে আগামীকাল।”

তবে মেসির চোটের শঙ্কার মধ্যেও জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হলে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় তারা। মিয়ামির হয়ে রদ্রিগো দে পল, বেন ক্রেমাসচি, জর্দি আলবা, রেডোন্ডো এবং লুইস সুয়ারেজ গোল করেন। শেষ শটে জয় নিশ্চিত করেন সুয়ারেজ। নেকাক্সার টমাস বাদালোনির শট রুখে দেন মিয়ামির গোলরক্ষক।

ম্যাচের শুরুটা ছিল রোমাঞ্চকর। ১২ মিনিটে ভেনেজুয়েলার সেগোভিয়া গোল করে মিয়ামিকে এগিয়ে দেন। তবে ১৭ মিনিটে উরুগুয়ের ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন লাল কার্ড দেখে মিয়ামিকে ১০ জনের দলে পরিণত করেন। এরপর ৩৩ মিনিটে সমতা ফেরান নেকাক্সার বাদালোনি। দ্বিতীয়ার্ধে নেকাক্সার খেলোয়াড় ক্রিস্তিয়ান কালদেরন লাল কার্ড দেখে তারাও ১০ জনে পরিণত হয়। ৮১ মিনিটে রিকার্দো মনরিয়াল নেকাক্সাকে এগিয়ে নেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে জর্দি আলবা গোল করে ম্যাচে সমতা ফেরান।

হারের প্রতিযোগিতায় শেষ হাসি হেসেছে ওয়েস্ট ইন্ডিজ

উল্লেখ্য, চলতি মৌসুমে এমএলএসে মেসি ১৮ ম্যাচে ১৮ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন। গত মার্চেও তিনি কুঁচকির সমস্যায় ভুগেছিলেন। এবারের লিগস কাপে প্রথম ম্যাচে অ্যাটলাসের বিপক্ষে মেসির দুই অ্যাসিস্টেই ২-১ গোলে জয় পায় মিয়ামি।

২০২৩ সালে লিওনেল মেসির নেতৃত্বেই ইন্টার মিয়ামি প্রথমবারের মতো লিগস কাপের শিরোপা জেতে। ২০২৫ সালের আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার পুমাসের বিপক্ষে খেলবে ইন্টার মিয়ামি। তবে সে ম্যাচে মেসি খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

Scroll to Top