এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে উৎরে গেছে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে চোট নিয়ে মাঠে নেমেছিলেন কাইলিয়ান এমবাপে। ফরাসি তারকার এবার জাতীয় দলের হয়ে মাঠে নামার পালা। ২৬ বর্ষী তারকার চোট থাকার পরও উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের জন্য ডাক পেয়েছেন।
নেশনস লিগে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের খেলা ক্রোয়েশিয়ার বিপক্ষে। আগামী ২০ মার্চ ক্রোয়েশিয়ায় প্রথম লেগ খেলার তিন দিন পর ২৪ মার্চ দ্বিতীয় লেগের খেলা। সেই খেলাটি হবে স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে। কোচ দিদিয়ের দেশাম আগের দুই আন্তর্জাতিক বিরতিতে দলের বাইরে রাখলেও এবার এমবাপেকে দলে ডেকেছেন।
এমবাপের ফ্রান্সে দলে ফেরা নিয়ে কোচ দিদিয়ের দেশাম জানিয়েছেন, ‘আমি এমবাপের সাথে কথা বলেছি, অধিনাকত্ব নিয়ে আলোচনা করেছি। তিনিই ম্যাচে অধিনায়ক হিসেবে থাকবেন।’
এমবাপেকে নিয়ে ‘ঝুকি’ এড়াতে গত অক্টোবরে ম্যাচে তাকে দলে রাখেননি দেশাম। ওই ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেমে ১-০ গোলে হেরেছিল ফ্রান্স। এরপর নভেম্বরে পর্তুগালের বিপক্ষেও দলে ছিলেন না এ তারকা, ওই ম্যাচ ১-১ গোলে ড্র করেছিল ফরাসিরা।
চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নামার আগেও পুরোপুরি ফিট ছিলেন না এ ফরোয়ার্ড। পায়ের গোড়ালির চোটে গত মঙ্গলবার অনুশীলনও করতে পারেননি। ম্যাচের পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও প্রতিপক্ষের উপর তেমন প্রভাব রাখতে পারেননি তারকা ফরোয়ার্ড। রিয়াল ম্যাচ ১-০ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় গড়ায় টাইব্রেকে যেখানে ৪-২ ব্যবধানে ম্যাচ জেতে লস ব্লাঙ্কোসরা।